বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় গত বছর অক্টোবর মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন বাকিবুর রহমান (Bakibur Rahaman)। চালকল, হোটেল সহ বেশ কিছু ব্যবসা রয়েছে তাঁর। চলতি বছর আগস্ট মাসে বিশেষ ইডি আদালত থেকে জামিন পেয়েছেন এই ব্যবসায়ী। জামিন পাওয়ার মাস তিনেকের মধ্যেই দুবাই যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি।
বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতে রেশন দুর্নীতির বাকিবুর (Bakibur Rahaman)!
জানা যাচ্ছে, বুধবার এই নিয়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন করেছেন বাকিবুর। তিনি জানিয়েছেন, ব্যবসায়িক প্রয়োজনে তিনি দুবাই যেতে চান। এছাড়া তাঁর সন্তানরাও দেশের বাইরে থাকেন। তাঁদের সঙ্গেও দেখা করতে চান। পাশাপাশি সেখানকার বেশ কিছু কাগজপত্র পুনর্নবীকরণের দরকার আছে বলেও দাবি করেছেন রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) অভিযুক্ত এই ব্যবসায়ী।
এদিকে বাকিবুরের (Bakibur Rahaman) দুবাই যাওয়ার আবেদনে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কী কারণে আপত্তি জানানো হচ্ছে সেটা ইডির তরফ থেকে এখনও প্রকাশ্যে খোলসা করা হয়নি। তবে ইতিমধ্যেই নিজেদের আপত্তির বিষয়ে লিখিতভাবে আদালতে জানিয়েছে তারা।
আরও পড়ুনঃ রিসর্টে জুনিয়র ডাক্তারদের ফুর্তি! আসফাকুল্লা এবার যা লিখলেন … এক পোস্টে তোলপাড়!
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে ইডি (Enforcement Directorate) সূত্র উদ্ধৃত করে লেখা হয়েছে, এটি যেহেতু আর্থিক দুর্নীতির একটি মামলা এবং এই মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও অভিযুক্ত, সেই কারণে বাকিবুরকে যদি বিদেশযাত্রার অনুমতি প্রদান করা হয়, তাহলে সমস্যা তৈরি হতে পারে। ওই সূত্র উদ্ধৃত করে আরও দাবি করা হয়েছে, বাকিবুরের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সম্পর্ক আছে ও ওই ব্যবসায়ীর বিরুদ্ধে রেশন দুর্নীতি মামলায় টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে। সেই সঙ্গেই দুবাই যোগের কথাও জেনেছে ইডি। তাই সবদিকে নজর রেখে বাকিবুরের বিদেশ যাত্রায় আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিকে রেশন দুর্নীতি মামলায় আরেক অভিযুক্ত বিশ্বজিৎ দাসও জামিন পাওয়ার পর দুবাই যাওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আর্জি মঞ্জুর করা হয়েছে। এবার বাকিবুরের (Bakibur Rahaman) ক্ষেত্রে আদালতের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে নজর থাকবে সকলের।