বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী তিনি। রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলবন্দি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। প্রায় ১৫ মাস জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটানোর পর সদ্য জামিন পেয়েছেন বালু। এরপর থেকেই ‘অ্যাকশনে’ দেখা যাচ্ছে তাঁকে। এবার তাঁকে নিয়েই সামনে আসছে নয়া খবর!
রাজনীতির ময়দানে ফের সক্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)!
রেশন দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর কয়েকদিন আগে বিধানসভায় গিয়েছিলেন হাবড়ার তৃণমূল (Trinamool Congress) বিধায়ক। সেখানে পুরনো সতীর্থদের সঙ্গে কথা বলেন, সময় কাটান। এবার নিজের বিধানসভা কেন্দ্রে যাবেন তিনি। আগেই জানা গিয়েছিল, সরস্বতী পুজোর পর হাবড়ায় যেতে পারেন বালু। এবার প্রকাশ্যে এল সেই দিনক্ষণ।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি তথা শনিবার হাবড়া যেতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে পুরসভার দলীয় কাউন্সিলরদের সঙ্গে দেখা ও বৈঠক করবেন বলে খবর। সেই সঙ্গেই পঞ্চায়েত স্তরের কর্মীদের সঙ্গেও দেখা করার কথা আছে প্রাক্তন মন্ত্রীর। সেখানে তিনটি পঞ্চায়েত অঞ্চলে বনভোজনে যাওয়ারও কথা আছে তৃণমূল (TMC) বিধায়কের।
আরও পড়ুনঃ একধাক্কায় কমল ৫ ডিগ্রি! বাংলায় আর কতদিন থাকবে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস
এখানেই শেষ নয়! সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, জ্যোতিপ্রিয়কে নিজের শরীরের দিকে নজর রেখে আস্তে আস্তে কর্মসূচি শুরু করতে বলেছেন তাঁর দিদি। সেই পরামর্শ শুনে ফের ধীরে ধীরে রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠছেন বালু। দিদির কথা মাথায় রেখেই নিজ বিধানসভা কেন্দ্রে যাওয়া প্রাক্তন মন্ত্রীর।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়ার পর এক বছরের অধিক সময় জেলবন্দি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। সম্প্রতি তাঁকে জামিন দিয়েছে আদালত। জেলমুক্তির পর এই প্রথমবার নিজের বিধানসভা কেন্দ্রে যাচ্ছেন বালু। আস্তে আস্তে ফের রাজনীতির দুনিয়ায় সক্রিয় হয়ে উঠছেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেটা রাজ্যের শাসকদল তৃণমূলের জন্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।