‘আমি মরে যাব, আর বাঁচতে…’, ED হেফাজতে কী এমন হচ্ছে? মৃত্যুভয়ে মুখ খুললেন জ্যোতিপ্রিয়

বাংলা হান্ট ডেস্কঃ প্যারালাইসিসের পর এবার মৃত্যুভয় তাড়া করছে জ্যোতিপ্রিয়কে। দীপাবলির দিন সকালে সেই কথাই শোনা গেল রেশন দুর্নীতিতে (Ration Scam) ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিকের (Jyotipriya Mallick) মুখে। সূত্রের খবর এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় এই আশঙ্কা প্রকাশ করেন বালু।

গত শুক্রবারই সিজিও থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তিনি বলেন, ” আমার শরীরটা ভীষণ খারাপ। শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বাঁ হাত আর বাঁ পা-দুটোই প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে। চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছি। ফের ১৩ তারিখে দেখা হবে ব্যাঙ্কশাল কোর্টে৷’ মন্ত্রীর এই কথায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। আর এবার সরাসরি মৃত্যুর আশঙ্কা।

   

জানা গিয়েছে, রবিবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য ফের কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয়কে। সেই সময়ই সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই মুখ খোলেন বালু। বলেন, ‘আমি মরে যাব। আর বাঁচব না।’ হঠাৎ কী হল মন্ত্রীর। কেন ইডি হেফাজতে মৃত্যুভয় তাড়া করছে তাকে? যদিও বিরোধীদের পাল্টা দাবি এই সবটাই নাকি নাটক।

আরও পড়ুন: এবার ‘এই’ বিধায়কের বাড়িতে হানা দেবে এজেন্সি! খোলাখুলি নামই বলে দিলেন শুভেন্দু

প্রসঙ্গত, নানা রোগে জর্জরিত রেশন দুর্নীতিতে (Ration Scam) ধৃত জ্যোতিপ্ৰিয়। ডায়াবেটিস, রক্তচাপ, সুগারের সমস্যাও রয়েছে তার। ইডি হেফাজতে নাকি তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছেন বলেও বিস্ফোরক দাবি করেছিলেন মন্ত্রীমশাই।

balu

ওদিকে জ্যোতিপ্ৰিয়র স্বাস্থ্যপরীক্ষা, চিকিৎসা নিয়ে বিবাদে জড়িয়েছে কমান্ড হাসপাতাল ও ইডি। নিম্ন আদালতের নির্দেশ মত একদিন অন্তর অন্তর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে মন্ত্রীর। সেই মতো এদিন সিজিও থেকে বালুকে নিয়ে বেরোন ইডি আধিকারিকরা। আর সেই সময়ই মারাত্মক আশঙ্কা প্রকাশ করলেন জ্যোতিপ্ৰিয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর