নিয়ম না মানলেই হাতে হাতকড়া! কালীপুজোয় কখন ফাটানো যাবে বাজি? জেনে নিন সময়

বাংলা হান্ট ডেস্ক: শব্দবাজির উপরে নিষেধাজ্ঞা রয়েছে। কেবল ফাটানো যাবে সবুজ বাজি (Green Firecrackers)। যদিও সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই কালীপুজোতে (Kali Puja) শব্দবাজি ফাটতে দেখাই যায়। কিন্তু শব্দবাজির দাপট ঠেকাতে কড়া পুলিশ (Police)।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ না মেনে সবুজ বাজির নামে অন্য নিষিদ্ধ বাজি বিক্রি করা হলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে বাজি ফাটানোর ক্ষেত্রেও সময় বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে, কালীপুজোর রাতে ৮টা থেকে ১০টা পর্যন্ত পর্যন্ত সবুজ বাজি ফাটানো যাবে। এর আগে বা পরে বাজি ফাটানো যাবে না।

যদিও কালীপুজোর সপ্তাহখানেক আগে থেকেই শহর থেকে রাজ্যে, বিভিন্ন জায়গায় শব্দবাজি ফাটছে। এদিকে আজ ভারতের ম্যাচ রয়েছে। এদিকে দীপাবলি। ফলে ব্যাপক হারে বাজি ফাটানো হতে পারে। তবে পরিস্থিতি কড়া হাতে সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে।

এদিকে দীপাবলি বা দিওয়ালির পরও বেশ কিছু উৎসবে বাজি ফাটানো হয়ে থাকে। সে ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, ছট পুজোর দিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দু’ঘণ্টার জন্য বাজি পড়ানো যাবে। অন্যদিকে, বড়দিন (Christmas) এবং নিউ ইয়ারের (New Year) সময় রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাত ১২টা ৩৫ মিনিট পর্যন্ত বাজি পোড়ানো যাবে।

firecrackers

এদিকে দিল্লির পরিস্থিতি দেখে আগেভাগেই সতর্ক কলকাতা পুলিশ। যাতে শহরের দূষণের মাত্রা খুব বেশি না বাড়ে সেটাই এখন চ্যালেঞ্জ। বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়। কেমন কাজ করল কলকাতা পুলিশ (Kolkata Police), তা বলবে শহরের দূষণমাত্রাই‌ (Air Quality Index)।

Avatar
Monojit

সম্পর্কিত খবর