আজ একটাই ব্যাপার নিশ্চিত করতে হবে রোহিতকে! তাহলেই বিশ্বরেকর্ড গড়বেন কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ চলতি ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লিগ পর্যায়ের শেষ ম্যাচ। আর সেই ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে চলতি টুর্নামেন্টে সবচেয়ে ভালো ফর্মে থাকা ভারতীয় দল (Indian Cricket Team) এবং আশা দেখেও কিছুটা হতাশ করার নেদারল্যান্ডস। ভারত বনাম নেদারল্যান্ড (India vs Netherlands) ম্যাচের দিকে সকলের নজর থাকবে একটি বিশেষ কারণে। রোহিত শর্মারা (Rohit Sharma) অনেক আগেই সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে ফেলেছেন। কিন্তু তবু ভারতীয় ক্রিকেট ভক্তরা এই ম্যাচের দিকে নজর রাখবেন বিরাট কোহলি (Virat Kohli) কি করেন সেটা দেখার জন্য।

চলতি টুর্নামেন্টে অসাধারণ ছন্দ নিয়েছেন বিরাট। এর আগে তিনি তিনটি ওডিআই বিশ্বকাপ খেলেছিলেন। কিন্তু চলতে বিশ্বকাপে প্রথমবার তিনি ৫০০ রানের গণ্ডি টপকাতে পেরেছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়েও রয়েছেন ভারতীয় মহাতারকা। কিন্তু যে বিষয়টি সকলকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে সেই বিষয়টি হল তার সচিন টেন্ডুলকারের ৪৯ ওডিআই শতরানের রেকর্ড ছোঁয়া।

kohli jadeja

কিংবদন্তি সচিনের চেয়ে অনেক কম ম্যাচ খেলেই ৪৯ শতরান করেছেন বিরাট কোহলি। কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি সচিনকে ছুঁতে পেরেছেন। এরপর অনেকেই আশা করছেন যে আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে তিনি টেন্ডুলকারকে টপকে যাবেন।

আরও পড়ুন: ধোনি ও কোহলিকে পেছনে ফেলেছেন! কিন্তু সচিনকে টপকাতে ব্যর্থ হলেন শুভমান গিল

আজকে কি সচিনকে টপকে যাক বিরাট কোহলি, এমনটা অনেকে চাইছেন তার একটা বিশেষ কারণ আছে। সকলেই দেখেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধীরগতিতে নিজের শতরান সম্পূর্ণ করার জন্য কতটা সমালোচনা সহ্য করতে হয়েছিল ভারতীয় মহাতারকাকে। তার মধ্যে কিছু কিছু বিশ্লেষণ হয়তো সঠিকও ছিল। বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল এর মত গুরুত্বপূর্ণ মঞ্চে বিরাট কোহলি নিজের শতরান ধীরগতিতে সম্পূর্ণ করলে তা যদি ভারতীয় দলের ওপর প্রভাব ফেলে তাহলে সেটা অত্যন্ত বাজে বিষয় হবে। তাই সকলেই চাইছেন আজ ডাক্তার বিরুদ্ধে শতরান করে ঠান্ডা মাথায় এবং খোলা মনে নকআউট পর্যায়ে মাঠে নামুক কোহলি।

আরও পড়ুন: জোড় করে কোহলির কাছ থেকে দায়িত্ব কেড়ে নিয়ে রোহিতকে দিয়েছিলেন! স্বীকার করলেন সৌরভ

তবে তার জন্য রোহিত শর্মাকে একটি বিশেষ কাজ করতে হবে। এই মুহূর্তে ভারতীয় বোলিং যে অসাধারণ ছন্দে রয়েছে তাতে নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করে ভারতের সামনে কত বড় টার্গেট রাখতে পারবে সেই বিষয়টি নিয়ে একেবারেই নিশ্চিত নন কেউ। তাই বড় সেমিফাইনালে আগে টসের রিপ্লাই রোহিত শর্মাকে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে হবে। এতে বিরাট কোহলির শতরানের সম্ভাবনা যেমন বাড়বে ঠিক তেমনভাবেই গুরুত্বপূর্ণ সেমিফাইনাল এর আগে একটি ব্যাটিং প্রস্তুতি পেয়ে যাবে ভারতীয় দল। তাই এখন গোটা বিষয়টি নির্ভর করছে টসের উপর।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর