জ্যোতিপ্রিয়র পর ED-র নজরে কারা? সামনে এল ‘বড়-বড়’ নামের তালিকা, থরহরিকম্প রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতির পর এবার রেশন দুর্নীতি (Ration Scam) নিয়ে শোরগোল। গত বছর পার্থ আর ২০২৩ এ জ্যোতিপ্রিয় ওরফে বালু। বৃহস্পতিবার ভোরে রেশন দুর্নীতি মামলার তদন্তে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বাড়িতে হানা দেয় ইডি (Enforcement Directorates)। ২১ ঘন্টা টানা তল্লাশি ও জিজ্ঞাবাদের পর ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ মন্ত্রীর সল্টলেকের বি সি ব্লকের বাড়িতে ঢোকেন ইডির তদন্তকারী অফিসারেরা। তার BC 245, 244 বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন। টানা জিজ্ঞাসাবাদ ও ম্যারাথন তল্লাশি চলে। ঘড়ির কাটায় রাত ৩ টে বেজে ২০ মিনিটে তাকে নিজের বাড়ি থেকে বের করে রাতেই মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে নিজেদের দফতরে নিয়ে যায় ইডি। তদন্তে অসহযোগীতার অভিযোগে বালুবাবুকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। আজ মন্ত্রীকে নিজেদের হেফাজতে চাইবে ইডি।

রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রথমে ব্যবসায়ী বাকিবুর রহমান, আর তার সূত্র ধরেই এদিন গ্রেফতার করা হল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তবে এই দুইয়েই কী শেষ? একেবারেই নয়। ইডি সূত্রে খবর তাদের নজরে এবার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বেশ কয়েকজন। গোয়েন্দাদের নজরে একসময় ছাত্র পরিষদের এক নেতা যিনি বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পদাধিকারী। ইডির সন্দেহের তালিকায় সেই তরুণ।

আরও পড়ুন: কালো মেঘে ঢাকা আকাশ! আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়

 jyotipriya jail

হাবড়া এলাকার এক তরুণ শাসকদলের কাউন্সিলর ও বিধাননগর পুর এলাকার এক প্রাক্তন কাউন্সিলরও ইডির নজরে। হাবড়ার বেশ কয়েকজন কাউন্সিলরও গোয়েন্দাদের সন্দেহের তালিকায় রয়েছে। মন্ত্রী ঘনিষ্ঠ এক আইনজীবীও ইডির নজরে। একে একে এদের ডেকে পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর