রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়! এবার হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য, কী উঠে এল তাতে?

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ড (Ration Scam Case) নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। গত বছর অক্টোবর মাসে এই মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর আরও একাধিক ‘প্রভাবশালী’র নাম জড়িয়েছে এই মামলায়। এবার এই রেশন দুর্নীতি নিয়েই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) রিপোর্ট জমা দিল রাজ্য।

রেশন দুর্নীতি মামলার তদন্তভার চেয়ে হাই কোর্টে আবেদন করেছিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এই মর্মে রাজ্যের কোন কোন থানায়, মোট কতগুলি এফআইআর দায়ের হয়েছে সেটার একটি তালিকা আদালতে জমা দেওয়ার কথাও বলেন তারা। আদালতকে জানানো হয়, এই তালিকা জমা দেয়া হলে সেই অনুযায়ী আগামী বিচারপর্ব এগোতে পারে। ইডির সেই দাবি অনুসারে আজ রেশন দুর্নীতি নিয়ে হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য (Government of West Bengal)।

   

আজ আদালতে জানানো হয়, এখনও অবধি রাজ্যের নানান থানায় মোট ৮৭টি এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকেও সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ৬৫টি মামলায় ইতিমধ্যেই চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে। ২০টি মামলা নিয়ে তদন্ত চলছে এবং ২টি মামলা রাজ্যের তরফ থেকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে।

আরও পড়ুনঃ রোড শোয়ের ঠিক আগে বোমাবাজি! পটাশপুর কাণ্ডে NIA তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ সৌমেন্দু

আজ রাজ্যের তরফ থেকে আদালতে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখার পর ইডি নিজের অবস্থান জানাবে। উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে এর আগে ৬টি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। বলা হয়েছিল, ওই মামলাগুলির তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশ। সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী ২৪ জুন অবধি বহাল রাখা হয়েছে। ইডির তরফ থেকে রাজ্যের রিপোর্ট খতিয়ে দেখার পরেই রেশন দুর্নীতি মামলায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামী ১৭ জুন এই নিয়ে আদালতে নিজের বক্তব্য তুলে ধরবে কেন্দ্রীয় এজেন্সি।

Ration scam case

এদিকে গতবছর অক্টোবর মাস থেকে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র। ইডির দাবি, খাদ্যমন্ত্রী পদে আসীন থাকাকালীন রেশন বণ্টনে দুর্নীতি সম্বন্ধে অবগত ছিলেন তিনি। এফআইআর দায়ের হওয়া থেকে শুরু করে সিআইডি তদন্ত হয়ে চালকল-গমকল মালিকদের বিরুদ্ধে অভিযোগ ওঠা- সব কিছুর বিষয়েই জানতেন তিনি। তা সত্ত্বেও এই নিয়ে কোনও পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সম্পূর্ণ বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর