বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি নিয়ে (Ration Scam) দীর্ঘদিন ধরে সরগরম বাংলা। এই দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে একাধিক প্রভাবশালীর। গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালু। এবার এই মামলাতেই ইডির (Enforcement Directorate) একটি আবেদনে সম্মতি দিল আদালত। তাতে ফের প্রাক্তন খাদ্যমন্ত্রীর চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
রেশন দুর্নীতি কাণ্ডে ফের চাপে বালু (Jyotipriya Mallick)?
২০২৩ সালের ডিসেম্বরে শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয়। ইডি সূত্রে দাবি, সেই সময় মেয়ে প্রিয়দর্শিনীকে একটি চিঠি দেন তিনি। সেখানে টাকার লেনদেন বিষয়ে বেশ কিছু কথা লেখা ছিল বলে খবর। পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই চিঠি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে তুলে দেন।
এই চিঠির সূত্রেই রেশন দুর্নীতি কাণ্ডে সামনে আসে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর নাম। ইডি (ED) দাবি করেছিল, জ্যোতিপ্রিয়র লেখা এই চিঠির সূত্রে এই মামলায় একাধিক তথ্য সামনে এসেছে। একাধিক প্রভাবশালীর নামের পাশাপাশি বহু গুরুত্বপূর্ণ তথ্যও জানা গিয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি। এর সূত্র ধরে মামলার তদন্তও অনেকখানি এগিয়েছে বলে দাবি করে তারা।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা আদালতে দাবি করেন, রেশন দুর্নীতির টাকা কীভাবে কোথা থেকে আদায় করতে হবে এবং কীভাবে পাচার করতে হবে, সেটা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছিল। এরপরেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর হাতের লেখা পরীক্ষা করতে চেয়ে আদালতে আবেদন করে কেন্দ্রীয় এজেন্সি। চলতি এপ্রিল মাসের শুরুতেই সেই আর্জি মেনে নিয়েছে আদালত।
ইডির দাবি, এই চিঠি উদ্ধার হওয়ার পরেই এই নিয়ে বালুকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় মেয়েকে চিঠি লেখার কথা স্বীকার করে নেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তবে পরে তিনি অস্বীকারও করতে পারেন। সেই কারণে আগেভাগেই হাতের লেখা পরীক্ষা করে নিতে চাইছে তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, আদালতের নির্দেশ, ওই চিঠির সঙ্গে হাতের লেখা মেলাতে শীঘ্রই জ্যোতিপ্রিয়র স্বাক্ষর ও হাতের লেখার নমুনা ইডিকে সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর কয়েক মাস আগেই জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ইতিমধ্যেই রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন তিনি। এর মধ্যেই সামনে আসছে বড় খবর। এর ফলে বালুর চাপ বাড়তে পারে বলে মনে করছেন অনেকে।