বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় নয়া মোড়। এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রেশন কেলেঙ্কারির অন্যতম মূল অভিযুক্ত জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick )। গত বছর অক্টোবর মাসে ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। তারপর থেকে বহুবার নিম্ন আদালতে জামিনের আর্জি জানিয়েছেন জ্যোতিপ্ৰিয় ওরফে বালু। সুরাহা না হওয়ায় এবার কলকাতা হাই কোর্টে গেলেন প্রাক্তন মন্ত্রী।
এদিন আদালতে জ্যোতিপ্রিয়র আইনজীবী জানান, ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট গঠন হয়েছে। মামলার তদন্তে আর কোনও অগ্রগতি হয়নি। তাই তার মক্কেলকে জামিন দেওয়া হোক। ওদিকে বালুর জামিনের তীব্র বিরোধীতা করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, জ্যোতিপ্রিয়কে এই মুহূর্তে জামিন দেওয়া যাবে না। রেশন মামলায় তদন্তের অগ্রগতি হয়েছে। আদালতের সামনে সেই সংক্রান্ত তথ্য দেওয়ার কথাও বলে ইডি।
আদালতের কাছে ইডির তরফে কিছুটা সময় চাওয়া হয় ইডি তরফে। তার ভিত্তিতে আদালতের কাছে মামলা সংক্রান্ত অগ্রগতির তথ্য জমা দিতে বলেছে আদালত। দুপক্ষের বক্তব্যের ভিত্তিতে বিচারপতি শুভ্রা ঘোষ (Justice Suvra Ghosh) ইডিকে আরও ৪ দিন সময় দেন।
আগামী মঙ্গলবার জ্যোতিপ্ৰিয়র জামিন মামলার পরবর্তী শুনানি। সেই দিন মামলা সংক্রান্ত অগ্রগতির তথ্য জমা দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গতবছর অক্টোবর মাসে টানা ২১ ঘণ্টা ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর সল্টলেকের বাড়ি থেকে জ্যোতিপ্ৰিয়কে গ্রেফতার করে ইডি।
আরও পড়ুন: পোয়া বারো রাজ্য সরকারি কর্মীদের! ফের বাড়ছে DA, এবার কত শতাংশ?
গ্রেফতারির প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয়। সুগার এবং প্রেশার জনিত সমস্যায় রয়েছে তার। ইডির হাতে গ্রেফতারির পরও চিকিৎসার জন্য বেশ কিছুদিন এসএসকেএম হাসপাতালে ছিলেন জ্যোতিপ্ৰিয়। জ্যোতিপ্ৰিয়র একাধিক শারীরিক সমস্যা রয়েছে। জেলে থেকে ওজন কমে যাচ্ছে প্রাক্তন মন্ত্রীর। কিডনির অবস্থা ভালো নয় বলেই জানা গিয়েছে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি।