রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি, এর মাঝেই জ্যোতিপ্রিয়র জীবনে ঘোর দুঃসংবাদ!

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে জেলবন্দি পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত অক্টোবর মাসে ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার হন তিনি। এরপর থেকে জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে তাঁর। এবার এই মামলাতেই বিরাট পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই ED-র বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছেন তদন্তকারীরা।

রেশন দুর্নীতি কাণ্ডে (Ration Scam) গ্রেফতার হওয়ার পরেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছলেন জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick)। সেই সময়ই হাসপাতাল থেকে মেয়েকে একটি চিঠি পাঠান তিনি। তবে সিআরপিএফ তা পেয়ে যায়। সেই চিঠি খুলে দেখা যায়, সেখানে শঙ্কর আঢ্য, শেখ শাহজাহান, ডাকু সহ বেশ কয়েকজনের নাম রয়েছে। এবার সেই চিঠিরই ফরেন্সিক পরীক্ষা করাতে চায় ED।

আসলে প্রাথমিকভাবে জ্যোতিপ্রিয় স্বীকার করে নেন যে এই চিঠিটি তিনিই লিখেছেন। তবে পরবর্তী সময়ে নিজের বয়ান বদল করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। চিঠি লেখার কথা অস্বীকার করে যান তিনি। তাই এবার এই চিঠি পরীক্ষা করাতে চাইল ED। একইসঙ্গে আদালতে জ্যোতিপ্রিয়র হাতের লেখার নমুনা সংগ্রহের আবেদনও জানানো হয়েছে বলে খবর। এই চিঠি যে জ্যোতিপ্রিয়রই লেখা, সেটাই মূলত প্রমাণ করতে চাইছে ED।

আরও পড়ুনঃ ক্যানিংয়ে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন! বাড়ির কাছ থেকেই উদ্ধার নিথর দেহ, তুমুল শোরগোল!

এর আগেই কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে আদালতে জানানো হয়েছি, হাসপাতালে ভর্তি থাকাকালীন চিঠির দ্বারা কন্যার সঙ্গে যোগাযোগ করতেন জ্যোতিপ্রিয়। ED-র দাবি, এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন আদালতের নির্দেশ অনুসারে যখন তাঁর কেবিন থেকে সিসিটিভি তুলে নেওয়া হয়, তখন তাঁর সঙ্গে দেখা করতে যান কন্যা প্রিয়দর্শিনী। এরপরেই শুরু হয় ‘চিঠি কাণ্ড’!

ED-র দাবি, উদ্ধার হওয়া ওই চিঠিতে কার কাছে কত টাকা পাওনা রয়েছে, কাকে কত টাকা দিতে হবে সেসব তথ্যের উল্লেখ ছিল। এমনকি ওই চিঠির সূত্র ধরেই গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর। হানা দেওয়া হয় শেখ শাহজাহানের বাড়িতে।

jyotipriya mallick health report

এদিকে হাসপাতালে ভর্তি থাকাকালীন জ্যোতিপ্রিয় কীভাবে কাগজ পেন পেলেন সেটা নিয়ে প্রশ্ন তোলেন শঙ্কর। এবার জ্যোতিপ্রিয় নিজে চিঠি নিয়ে নিজের বয়ান বদল করায় তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। সেই কারণে এবার চিঠির ফরেন্সিক পরীক্ষা এবং জ্যোতিপ্রিয়র হাতের লেখা এবং তাঁর সই পরীক্ষা করাতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর