কয়েকশ কোটি টাকা খরচ করে উদ্যোগ কেন্দ্রের! এবার রেশন কার্ডে চাল-গমের সাথে মিলবে এই জিনিসটি

বাংলাহান্ট ডেস্ক : দেশের নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষদের জন্য রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পরিচয় পত্র হিসাবে নয়, সরকারের তরফ থেকে বিনামূল্যে খাদ্যদ্রব্য পাওয়ার একটি মাধ্যম হল এই রেশন। রেশনের মাধ্যমে সরকার গরিব মানুষদের বিভিন্ন প্রকল্পের সুবিধা দিয়ে থাকে। করোনা মহামারীর সময় থেকে রেশন কার্ড হোল্ডারদের দেওয়া হচ্ছে বিনামূল্যে খাদ্যদ্রব্য।

এবার রেশন কার্ডের নিয়মে বড় রদবদল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আপনিও যদি রেশন থেকে প্রতি মাসে দ্রব্য নিয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদন মন দিয়ে পড়ুন। সরকার রেশন নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে যার জন্য খরচ হতে চলেছে ৩০০ কোটি টাকা। অনেকেই মনে করছেন লোকসভা নির্বাচনের আগে এটি বিজেপি সরকারের একটি মাস্টার স্ট্রোক।

আরোও পড়ুন : এবার দুর্দান্ত খবর পাবেন Jio গ্রাহকরা! গোটা বছর আনলিমিটেড ডেটা-কল ফ্রি, শেষ Airtel, Vi

রেশন সুবিধাভোগীরা বিশেষ ব্যাগে রেশনের দ্রব্য পেয়ে থাকেন। এবার এই ব্যাগে আসতে চলেছে বড় পরিবর্তন। জানা যাচ্ছে এই ব্যাগের ধারণ ক্ষমতা হতে চলেছে 10 কেজি। এছাড়াও খবর এবার থেকে রেশনের ব্যাগে থাকবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ছবি। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার (Pradhan Mantri Garib Kalyan Yojana) অধীনে রেশন কার্ড হোল্ডারদের প্রতি মাসে ৫ কেজি খাদ্যদ্রব্য প্রদান করে সরকার।

ration shop

কোটি কোটি নাগরিক সরকারের পক্ষ থেকে এই বিনামূল্যে খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। বিভিন্ন সূত্র দাবি করেছে, খাদ্যমন্ত্রকপ্রায় ৩০০ কোটি টাকা খরচ করতে চলেছে রেশনের ব্যাগে প্রধানমন্ত্রীর ছবির জন্য। কেন্দ্রের লক্ষ্য লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত রেশন ব্যাগ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা ২০.০৩ কোটি জনতার কাছে পৌঁছে দেওয়া।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর