বাংলাহান্ট ডেস্ক: উপনির্বাচনের উত্তাপ বেশ ভালই অনুভূত হচ্ছে বাংলায়। চলতি মাসেই দুই আসনে লোকসভা ও বিধানসভা উপনির্বাচন। আসানসোল লোকসভার আসনে জেতার জন্য বিজেপির হয়ে লড়বেন অগ্নিমিত্রা পল। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা আসনে বাম প্রার্থী সায়রা শাহ হালিম। দুই হেভিওয়েটের জন্য ইতিমধ্যেই এসে গিয়েছে তারকা সমর্থন।
অগ্নিমিত্রার হয়ে ভোট চেয়েছেন স্বয়ং মিঠুন চক্রবর্তী (Mithun Chakrabortyl)। আর সায়রার জন্য ভোট প্রার্থনা করলেন নাসিরুদ্দিন শাহ পত্নি রত্না পাঠক শাহ (Ratna Pathak Shah)। তিনিও বলিউডের নামী এবং প্রতিভাবান অভিনেত্রী। সায়রার সঙ্গে এক বিশেষ সম্পর্ক রয়েছে নাসিরুদ্দিন ও রত্নার। বালিগঞ্জের বাম প্রার্থী সম্পর্কে বর্ষীয়ান অভিনেতার ভাইঝি।
শনিবার বিশেষ ভিডিও বার্তায় সায়রার হয়ে ভোট প্রার্থনা করলেন রত্না। বরাবর বিজেপি বিরোধী মতামতের জন্য পরিচিত অভিনেত্রী এদিন বলেন, গত কয়েক বছর ধরে হিংসা ও ঘৃণার রাজনীতি গোটা দেশে ছড়িয়ে পড়েছে। দেশের ভবিষ্যতের জন্য যা খুবই চিন্তার। এখন নির্বাচনে দাঁড়ানো হয় ব্যক্তিগত লাভের জন্য।
কিন্তু সায়রা শাহ হালিম এই প্রথম নির্বাচনে দাঁড়ালেন। রত্না বলেন, সায়রা পরিশ্রমী এবং কর্মোদ্যোগী। তিনি যাতে বিধানসভায় গিয়ে যুবসমাজে বদল আনতে পারেন তার জন্য সকলকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন নাসির পত্নি।সায়রাকে ভবিষ্যতের আশা বলেও দাবি করেছেন রত্না পাঠক।
অন্যদিকে এদিনই আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার হয়ে ভিডিও বার্তায় ভোট প্রচার করেন মিঠুন। তিনি বলেন, “ও তো আপনাদের মেয়ে, আপনাদের নিজের লোক। তাই বলছি ওকে নিয়ে আসুন। আমি কথা দিয়ে, গ্যারান্টি দিয়ে বলছি ও সবসময় আপনাদের পাশে থাকবে।”
তিনি আরো বলেন, “ও ভাল ঘর থেকে আসছে। ওর পয়সার দরকার নেই। শুধু জীবনে একটাই সাহায্য আমি করেছিলাম ওকে। কেরিয়ারের জন্য ওকে একটু ধাক্কা মারতে হয়েছিল। আমার সব শোয়ের পোশাক ওই ডিজাইন করে। ভয় না পেয়ে ভোট করুন অগ্নিকে। দাদাকে একটুও ভালবেসে থাকলে অগ্নিকে নিয়ে আসুন।”