বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে চ্যানেল বদলানো লেগেই থাকে। দীর্ঘদিন একটি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার পর আচমকাই চ্যানেল বদলে দর্শকদের চমকে দেন অনেকে। সম্প্রতি নতুন সিরিয়ালের (Serial) ঘোষণা করে এমনি কাণ্ড ঘটিয়েছেন প্রতীক সেন। দীর্ঘদিন ধরে স্টার জলসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার পর জি বাংলায় পা রেখে বড় চমক দিয়েছেন তিনি। এবার শোনা যাচ্ছে তাঁর পথেই পা বাড়িয়েছেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাসও।
জি বাংলায় (Serial) আসছেন রত্নপ্রিয়া
শেষবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘উড়ান’ সিরিয়ালে (Serial)। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, প্রতীকের মতো রত্নপ্রিয়াও নাকি পা রাখছেন জি বাংলায়। টেলিপাড়ায় জোর গুঞ্জন, অর্গানিক প্রোডাকশন হাউজের ব্যানারে একটি নতুন সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে জি বাংলায়। সেই ধারাবাহিকেই নাকি মুখ্য চরিত্রে দেখা যাবে রত্নপ্রিয়াকে।
কে হবেন নায়ক: শোনা যাচ্ছে, প্রেমকাহিনি নিয়েই শুরু হতে চলেছে নতুন সিরিয়াল (Serial)। রত্নপ্রিয়ার বিপরীতে নায়ক হিসেবে উঠে আসছে টেলিপাড়ার বেশ কিছু জনপ্রিয় অভিনেতার নাম। সোমরাজ মাইতি থেকে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে তালিকায়। শোনা যাচ্ছে, লুক সেটও নাকি হয়ে গিয়েছে নতুন সিরিয়ালের (Serial) জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে জুনের শুরুতেই শুটিং শুরু হয়ে যেতে পারে সিরিয়ালের।
আরো পড়ুন : খালি গা, হেলমেটেরও বালাই নেই! পাহাড়ি রাস্তায় বাইক উড়িয়ে আইনি বিপাকে সোনু
প্রতীকের নতুন মেগার প্রোমো: প্রসঙ্গত, মাস কয়েক আগেই শেষ হয়েছে প্রতীক রত্নপ্রিয়া জুটির ‘উড়ান’। এক বছর পূর্ণ করার আগেই শেষ করে দেওয়া হয় ধারাবাহিকটি (Serial)। তারপরেই চ্যানেল বদলে জি তে পা রাখলেন প্রতীক। প্রোমো দেখে মনে করা হচ্ছে, আবারও কোনো ধর্মীয় বিষয়ক সিরিয়াল (Serial) হতে চলেছে এটি। তবে প্রতীকের বিপরীতে কে থাকবেন তা এখনো স্পষ্ট হয়নি।
আরো পড়ুন : সৃজিতের ছবিতে ডেবিউ আরাত্রিকার, ‘মিঠিঝোরা’ ছাড়ছেন নায়িকা? বড় সিদ্ধান্ত নির্মাতাদের
প্রথম ঝলকে দেখা গিয়েছে, জল থেকে ডুব দিয়ে মন্দির চত্বরে উঠে আসছেন প্রতীক। তাঁর পরনে পূজারীর পোশাক। দেবীর বিগ্রহ কাঁধে নিয়ে মন্দিরে উঠতে দেখা যায় তাঁকে। প্রোমো এবং সিরিয়ালের (Serial) নাম দেখেই বোঝা যাচ্ছে, এটিও সম্ভবত নায়ক কেন্দ্রিক সিরিয়াল হতে চলেছে।