বাংলাহান্ট ডেস্ক: মৃত্যুর কালো ছায়া থেকে রেহাই পাচ্ছে না বলিউড। আবারো এক খারাপ খবর এল টিনসেল টাউন থেকে। প্রয়াত অভিনেত্রী রবীনা ট্যান্ডনের (raveena tandon) বাবা পরিচালক রবি ট্যান্ডন (ravi tandon)। বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হন তিনি। ফুসফুস বিকল হয়েই নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যাচ্ছে। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
বাবার মৃত্যুতে শোক বিহ্বল রবীনা। বাবার খুব আদুরে মেয়ে ছিলেন তিনি। একগুচ্ছ ছবি শেয়ার করে শোকবার্তা দিয়েছেন অভিনেত্রী। তার মধ্যে একটি ছোটবেলার ছবিও রয়েছে। সেখানে ছোট্ট রবীনাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁর বাবাকে। একটি ছবিতে বাবার গালে আদরের চুম্বন করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
পোস্টে শোক প্রকাশ করে রবীনা লিখেছেন, ‘তুমি সবসময় আমার সঙ্গেই হাঁটবে। আমি সবসময় তোমার সঙ্গে থাকব। কখনো ছেড়ে যাব না। ভালবাসি পাপা।’ কমেন্ট বক্সে শোকজ্ঞাপন করেছেন জুহি চাওলা, নম্রতা শিরোদকর, নীলম কোঠারি, শিল্পা শেট্টি, সোনু সূদ, চাঙ্কি পাণ্ডে রা।
বলিউডের রীতিমতো নামী পরিচালক ছিলেন রবি ট্যান্ডন। ‘অনহোনি’, ‘মজবুর’, ‘খেল খেল মে’র মতো ছবি পরিচালনা করেছেন তিনি। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই রবীনার বাড়িতে ছুটে আসেন ফারাহ খান, ঋদ্ধিমা পণ্ডিতরা। রবীনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ফারাহ। আন্যদিকে অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত এক সময় রবীনার ম্যানেজার হিসাবে কাজ করেছেন। এই কঠিন সময়ে দুজনেই তাঁর পাশে দাঁড়িয়েছেন।
https://www.instagram.com/p/CZ08Vd1th6D/?utm_medium=copy_link
প্রসঙ্গত, নয়ের দশকে রীতিমতো হিট অভিনেত্রী ছিলেন রবীনা। বড় পর্দা হোক বা টেলিদুনিয়া সব জায়গাতেই তাঁর অবাধ বিচরণ। এখনও তাঁর হাসির ছটায় কাবু তরুণ থেকে প্রৌঢ় সকলেই। সেই সময়ে অন্যতম লাস্যময়ী নায়িকাদের তালিকায় অনায়াসে প্রথম দিকেই জায়গা করে নেবেন রবীনা।
একের পর এক হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। হলুদ ভেজা শাড়িতে ‘টিপ টিপ বরষা পানি’ বা ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত’ শরীরী হিল্লোলে সবাইকে কাত করেছিলেন রবীনা। আগামীতে ‘কেজিএফ চ্যাপ্টার ২’তে দেখা যাবে তাঁকে। ছবিতে মুখ্য ভূমিকায় যশ ছাড়াও একটি চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকেও।