বড়পর্দার পর বাস্তব জীবনেও রাজনীতিতে পা রাখছেন রবীনা ট‍্যান্ডন! নিজের মুখেই জানালেন অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে থাকার পর ডিজিটাল দুনিয়ায় অভিষেক করেছেন রবীনা ট‍্যান্ডন (raveena tandon)। পরমব্রত চট্টোপাধ‍্যায়ের সঙ্গে তাঁর অভিনীত ‘আরণ‍্যক’ ওয়েব সিরিজটি ব‍্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অন‍্যদিকে দক্ষিণী ছবির জগতেও পা রেখেছেন রবীনা। শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘কেজিএফ চ‍্যাপ্টার টু’। জনপ্রিয় এই কন্নড় ছবির সিক‍্যুয়েলেই দেখা মিলবে তাঁর।

এবার কি রাজনীতিতেও পা রাখবেন রবীনা? উল্লেখ‍্য, কেজিএফ ছবিতে একজন প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে দেখা যাবে তাঁকে। বাস্তবেও রাজনীতির জগতে আসার চিন্তা ভাবনা করছেন নাকি অভিনেত্রী? এক সাক্ষাৎকারে তাঁর কাছে প্রশ্ন রাখা হলে তিনি উত্তর দেন, ‘কখনোই না বোলো না’। অর্থাৎ সরাসরি ‘হ‍্যাঁ’ বা ‘না’ তিনি না বললেও বিষয়টা উড়িয়ে দেননি।


রবীনা এও জানান, এক সময় তাঁকে পশ্চিমবঙ্গ, মুম্বই, পঞ্জাবের মতো রাজ‍্যে আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তখন তিনি প্রস্তুত ছিলেন না। তাই না বলেছিলেন। অভিনেত্রীর বক্তব‍্য, এমন কোনো রাজনৈতিক দল নেই যাদের আদর্শের সঙ্গে তিনি সহমত পোষন করেন। অনেক কিছু মানতে পারেন না বলেই পিছিয়ে এসেছেন তিনি।

তবে রবীনা এও জানান, তিনি যদি বোঝেন যে রাজনীতির ধকল তিনি সইতে পারবেন এবং বাস্তবিকই কোনো পরিবর্তন আনতে পারবেন তাহলে হয়তো তিনি হ‍্যাঁ বলবেন। কিন্তু এখন হঠকারি সিদ্ধান্ত নিয়ে না বলে পরে ঠোঁট কামড়াতে রাজি নন অভিনেত্রী।

প্রসঙ্গত, নয়ের দশকে রীতিমতো হিট অভিনেত্রী ছিলেন রবীনা। বড় পর্দা হোক বা টেলিদুনিয়া সব জায়গাতেই তাঁর অবাধ বিচরণ। এখনও তাঁর হাসির ছটায় কাবু তরুণ থেকে প্রৌঢ় সকলেই। সেই সময়ে অন‍্যতম লাস‍্যময়ী নায়িকাদের তালিকায় অনায়াসে প্রথম দিকেই জায়গা করে নেবেন রবীনা।

একের পর এক হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। হলুদ ভেজা শাড়িতে ‘টিপ টিপ বরষা পানি’ বা ‘তু চিজ বড়ি হ‍্যায় মস্ত মস্ত’ শরীরী হিল্লোলে সবাইকে কাত করেছিলেন রবীনা। আগামীতে ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’তে দেখা যাবে তাঁকে। ছবিতে মুখ‍্য ভূমিকায় যশ ছাড়াও একটি চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকেও।

X