‘ইন্ডাস্ট্রিতে সত‍্যি কথা বললেই মিথ‍্যুক, পাগল বলে দাগিয়ে দেওয়া হয়’, বলিউডের কালো দিক প্রকাশ করলেন রবীনা

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর (death) পর বলিউড (bollywood) ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ‍্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পরিচালক অভিনব সিং কাশ‍্যপ সোশ‍্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।
এবার সেই তালিকায় যোগ দিলেন প্রাক্তন অভিনেত্রী রবীনা ট‍্যান্ডন (raveena tandon)। বলিউড ইন্ডাস্ট্রি সম্পর্কে বহু অজানা তথ‍্য ফাঁস করেছেন তিনি। একের পর এক টুইটে অভিনেত্রী লেখেন, ‘ ইন্ডাস্ট্রিতে ‘মিন গার্ল গ‍্যাং’ রয়েছে। ব‍্যঙ্গ করা, হিরোদের দিয়ে সিনেমা থেকে বের করে দেওয়া, চামচা সাংবাদিক ও নেতিবাচক কথাবার্তা কেরিয়ার নষ্ট করে দেয়। স্ট্রাগল করে টিকে থাকতে হয়। কেউ পারে কেউ পারে না।’Raveena Tandon 1

রবীনা আরও লেখেন, ‘যখন আপনি সত‍্যি কথাটা বলেন তখন আপনাকে মিথ‍্যুক, পাগল বলে দাগিয়ে দেওয়া হয়। চামচা সাংবাদিকরা পাতার পর পাতা খারাপ কথাবার্তা লিখে আপনার ভাল কাজগুলো নষ্ট করে দেয়। ইন্ডাস্ট্রিতে আমার জন্ম, আমাকে যা দিয়েছে তার জন‍্য আমি কৃতজ্ঞ। কিন্তু কারুর কারুর নোংরা রাজনীতি খারাপ প্রভাব ফেলে।’

রবীনা এও জানান, এইসব ঘটনা ‘ইনসাইডার’ ও ‘আউটসাইডার’ উভয়ের ক্ষেত্রেই ঘটে। তাঁকে যতবার সবাই দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে তিনি ততবার ঘুরে দাঁড়িয়েছেন। ইন্ডাস্ট্রিতে চাপ প্রচুর। এখানে ভাল মানুষও যেমন আছেন তেমনই খারাপ মানুষও আছেন।

প্রসঙ্গত, এর আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) বলিউড ইন্ডাস্ট্রিকে তোপ দেগেছেন সুশান্তের মৃত‍্যু প্রসঙ্গে। ক্ষুব্ধ কঙ্গনা বলিউড ইন্ডাস্ট্রির কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, সুশান্তের মৃত‍্যু আদৌ আত্মহত‍্যা ছিল নাকি পরিকল্পিত হত‍্যা? অভিনেতার শেষের দিকের সোশ‍্যাল মিডিয়া প্রসঙ্গ তুলে কঙ্গনা বলেছেন, সুশান্ত পরিস্কার ভাবে বারবার অনুরোধ করেছেন তাঁর ছবি দেখতে, নাহলে তাঁকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হবে। তিনি সাক্ষাৎকারে বলেছেন, ইন্ডাস্ট্রি তাঁকে আপন করে নেয়নি। এসব কি আত্মহত‍্যার পূর্বাভাস নয় বলে প্রশ্ন তুলেছেন কঙ্গনা।
তিনি আরও বলেছেন, “যে কাই পো ছের মতো একটা ছবি করেছে, পরপর কেদারনাথ, ধোনি, ছিছোঁড়ের মতো ছবি করেছে সে একবারও স্বীকৃতি পায়নি। অভিষেক ছবির জন‍্যও কোনও অ্যাওয়ার্ড পায়নি। সেখানে গলি বয়ের মতো একটা ফালতু ছবি এত অ্যাওয়ার্ড পায়।”


Niranjana Nag

সম্পর্কিত খবর