বাংলাহান্ট ডেস্ক: তাঁর নাম নিলেই এখনো চোখের সামনে ভেসে ওঠে বৃষ্টিতে ভেজা হলুদ শাড়িতে ‘টিপ টিপ বরষা পানি’। অনেক গানই এসেছে আর গিয়েছে, কিন্তু ওই গানটির বিকল্প হয়নি। তিনি রবীনা ট্যান্ডন (Raveena Tandon)। নব্বইয়ের দশকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি। ক্যামেরার পেছনে কাজ শুরু করার পর ক্যামেরার সামনে আসেন রবীনা। কেরিয়ার জুড়ে বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তেমনি অনেক ছবির অফার ফিরিয়েও দিয়েছেন।
বিভিন্ন সাক্ষাৎকারে একাধিক বার রবীনাকে বলতে শোনা গিয়েছে তাঁর আদর্শের কথা। কিছু শর্ত ছিল অভিনেত্রীর। অন্যান্য নায়িকারা সবকিছুতে রাজি হয়ে গেলেও নিজের শর্ত ভেঙে মতের বিরুদ্ধে যেতে কখনো রাজি হননি রবীনা। এর জন্য যেমন ‘উদ্ধত’ তকমা জুটেছিল তাঁর, তেমনি বেশ কিছু ছবিও হাতছাড়া হয়ে গিয়েছিল তাঁর। বা বলা বা যে তিনি নিজেই না করে দিয়েছিলেন।
এই তালিকায় রয়েছে ১৯৯১ এর হিট ছবি ‘প্রেম কয়েদি’। ছবির নায়িকার প্রস্তাব প্রথমে তিনিই পেয়েছিলেন। কিন্তু একটি কারণে না করে দেন রবীনা। সেই ছবির একটি দৃশ্যে ছিল, নায়িকার জামার চেন ধরে টান দিতে বেরিয়ে আসে আসে অন্তর্বাসের ফিতে। ওই কম বয়সে এমন দৃশ্য করতে রাজি হননি রবীনা। পরে ছবিটি যায় করিশ্মা কাপুরের কাছে। এই ছবির হাত ধরে ডেবিউ করেন তিনি।
এছাড়াও আরো কিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি যা পরে সুপারহিট হয়। এর মধ্যে রয়েছে দিল সে এবং কুছ কুছ হোতা হ্যায়। এ বিষয়ে রবীনা বলেন, তাঁর কাছে যখন কুছ কুছ হোতা হ্যায় এর প্রস্তাব আসে তখন তিনি একটা বিরতির পর আবারো নিজের কেরিয়ার শুরু করছেন। সে সময়ে তিনি চেয়েছিলেন, ছবির একা নায়িকা হতে। সেটা কুছ কুছ হোতা হ্যায় তে সম্ভব ছিল না। তাই অফার ফেরান রবীনা। অন্যদিকে দিল সে ছবিটি তিনি ফিরিয়েছিলেন নিজেকে স্টিরিওটাইপ হওয়া থেকে আটকাতে।
এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর বেশ কিছু শর্ত ছিল অভিনয়ের ব্যাপারে। চুম্বন দৃশ্যে আপত্তি ছিল তাঁর। নাচের দৃশ্যে অস্বস্তি হলে তিনি করতেন না। সর্বোপরি রবীনা বলেছিলেন, তিনিই ছিলেন একমাত্র অভিনেত্রী যিনি ধর্ষণ দৃশ্যে অভিনয় করলেও পোশাক এতটুকুও এদিক থেকে ওদিক হত না। এটাই ছিল তাঁর শর্ত।