বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ থেকে ভারতীয় দল (Indian Cricket Team) ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) দুই ম্যাচের টেস্ট সিরিজের যাত্রা আরম্ভ করেছে। যদিও রোহিত শর্মার দিনের শুরুটা ভালো হয়নি কারণ তাকে টসে হারতে হয়েছিল। টসে জিতে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট প্রথমে ব্যাটিং করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো ভারতীয় দলের বোলাররা রোহিত শর্মাকে টসে হারের আফসোস করতে দেননি।
ভারতের দুই নতুন বল হাতে থাকা ফাস্ট বোলার সিরাজ ও উনাদকাটের বোলিং বেশ ঠান্ডা মাথায় সামলে নিয়েছিলেন ক্যারিবিয়ান ওপেনাররা। কিন্তু অশ্বিন আক্রমণে আসতেই খেলা ঘুরে যায়। তিনি খুব দ্রুত দুই ওপেনার কে ড্রেসিং রুমে ফেরত পাঠান যার মধ্যে একজন ছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক, অপরজন ছিলেন কিংবদন্তি শিবনারায়ন চন্দ্রপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দ্রপল।
এই উইকেটটি নেওয়া মাত্র আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় বোলার হিসেবে একটি বিশেষ গড়ে ফেললেন তিনি। এর আগে ক্রিকেট বিশ্বে অনেকেই নিজেদের দীর্ঘ কেরিয়ারে বাবা এবং ছেলে দুই ক্রিকেটারকেই আউট করেছেন। কিন্তু টেস্টে কোনও ভারতীয় ক্রিকেটারের কপালে এই সম্মান এতদিনে অধরা ছিল।
এর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এসে শিবনারায়ণ চন্দ্রপলের উইকেট পেয়েছিলেন অশ্বিন। আজ তার ছেলেকে আউট করে প্রথম ভারতীয় বোলার হিসেবে ক্রিকেটবিশ্বে কোনও বাবা ও তারই ছেলের উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি টেস্ট ফরম্যাটে।
টেস্ট ফরম্যাটে বাবা ও তার ছেলেকে আউট করার কৃতিত্ব অর্জনকারী বোলারদের তালিকা:
১. ইয়ান বোথাম (ইংল্যান্ড)
২. ওয়াসিম আক্রম (পাকিস্তান)
৩. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
৪. সিমন হার্মের (দক্ষিণ আফ্রিকা)
৫. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)