একাই গুঁড়িয়ে দিলেন ক্যারিবিয়ানদের! হরভজনকে টপকে কুম্বলেকে ছুঁয়ে ফেললেন অশ্বিন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল যখন যশস্বীর ১৭১ এবং কোহলির ৭৬-এর ওপর ভর করে ভারতীয় দল ২৭১ রানের লিড নিয়ে নেওয়ার পরের রোহিত শর্মা (Rohit Sharma) ইনিংসের সমাপ্তি ঘোষনা করেন, তখন অনেকেই আশঙ্কা করেছিলেন যে ভারতীয় দল (Indian Cricket Team) নিশ্চিত ভাবেই ইনিংসের ব্যবধানে ম্যাচটি জিততে চলেছে। আর সেই আশঙ্কাই সত্যি হয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের (Ravi Ashwin) স্পিনের ভেলকিতে ভর করে মাত্র ১৩০ রানে ক্যারিবিয়ানদের অলআউট করে দেয় ভারত।

অশ্বিন প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ টি উইকেট। দ্বিতীয় ইনিংসে পেলেন ৭ উইকেট। তার ঘূর্ণির কোনও জবাব ছিল না ক্যারিবিয়ানদের কাছে। তাসের ঘরের মতো তার বোলিংয়ের সামনে ভেঙে পড়েন ব্র্যাথওয়েটরা। তার বোলিংয়ের দৌলতেই এত বড় ব্যবধানে জয় পায় রোহিত শর্মার দল। তার পাশাপাশি ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। সিরাজ ১ উইকেট পেলেও উনদকাট কোনও উইকেট পাননি।

test india ashwin

এদিন আন্তর্জাতিক উইকেটসংখ্যার দিক দিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং-কে টপকে গিয়েছেন অশ্বিন। ভারতীয়দের মধ্যে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।

সর্বোচ্চ ভারতীয় আন্তর্জাতিক উইকেটসংগ্রাহকদের তালিকা:

১. অনিল কুম্বলে (৯৫৩ উইকেট)
২. রবিচন্দ্রন অশ্বিন (৭০৯* উইকেট)
৩. হরভজন সিং (৭০৭ উইকেট)

প্রথম ইনিংসে ফাইফার নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও কার্যত একক দক্ষতার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে ধ্বংস করে দেন অশ্বিন। ইনিংসে ৭ উইকেট নিয়ে ও ম্যাচে ১২ উইকেট নিয়ে তিনি ছুঁয়ে ফেললেন অনিল কুম্বলেকে। এতদিন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে সবচেয়ে বেশিবার ১০ উইকেট নেওয়ার রেকর্ড কুম্বলের (৮) নামেই ছিল। তারকা লেগস্পিনারের চেয়ে অনেক কম ম্যাচ খেলেই তাকে ছুঁয়ে ফেললেন অশ্বিন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর