স্পিনের বিরুদ্ধে এই ভারতীয় ক্রিকেটারকে নিজের সেরা উইকেট কিপার বেছে নিলেন অশ্বিন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট ম্যাচে বিশেষ করে টেস্ট ক্রিকেটে উইকেটরক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উইকেটের পেছনে থেকে বিপক্ষ ব্যাটারের হাবভাব, নিজের বোলারের বোলিংয়ের ভুল ত্রুটি, ফিল্ডারদের পজিশনিং সমস্ত কিছুর উপরেই নজর রেখে প্রয়োজনে নিজের দলকে সাহায্য করতে পারেন তিনি। তাছাড়া ডিআরএস নিতে গিয়েও তার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। সমস্ত কিছুর ওপর নির্ভর করে ভারতীয় দলের তিন উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক এবং ঋদ্ধিমান সাহা-র মধ্যে থেকে সেরা উইকেটরক্ষক বেছে নিয়েছেন অশ্বিন।

রবিচন্দ্রন অশ্বিন একজন ভারতীয় দলের একজন অভিজ্ঞ তারকা। সবচেয়ে বড় কথা হলো বোলার হিসাবে তিন উইকেটরক্ষককেই দীর্ঘদিন পেয়েছেন অশ্বিন। সাদা বলের ক্রিকেটে অশ্বিন ২১১ টি উইকেট এবং লাল বলের ক্রিকেটে ৪২৭ টি উইকেট নিয়েছেন। ফলে তিন কিপারের মধ্যে কে সবচেয়ে দক্ষ তা অশ্বিনের পক্ষেই সবচেয়ে নিশ্চিত করে বলা সম্ভব।

   

ভারতের তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ইউটিউব চ্যানেলে মহেন্দ্র সিং ধোনির নাম সবথেকে এগিয়ে রেখেছেন। তিনি বলেছেন, “স্টাম্পিং হোক বা ক্যাচ, আমি ধোনিকে কখনও তেমন কিছু ভুল করতে দেখিনি। তিনি বলেন, ‘চেন্নাইয়ে একবার এড কাওয়ানকে আউট করেছিলাম, যেখানে তিনি (ব্যাটসম্যান) স্টাম্পড হয়েছিলেন। বল টার্ন না করলেও বাউন্স হয়েছিল। কিন্তু ধোনি সহজেই বলটি ধরেন। আমি তাকে খুব কমই কিছু ড্রপ করতে দেখেছি, সেটা স্টাম্পিং হোক বা রান আউট বা ক্যাচ হোক। স্পিনের বিপক্ষে তিনি অন্যতম ব্যতিক্রমী উইকেটরক্ষক।”

Dhoni Ashwin

ধোনি আন্তর্জাতিক কেরিয়ারে মোট ৮২৯ টি উইকেট পড়তে সাহায্য করেছেন, যার মধ্যে তিনি ৬৩৪ টি ক্যাচ এবং ১৯৫ টি স্টাম্পিং করেছেন। তার অভিনব স্টাম্পিং দক্ষতা এবং উইকেটের পিছনে থেকে সঠিক ডিআরএস নেওয়ার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। তবে রবিচন্দ্রন অশ্বিন আরও বলেছিলেন যে দীনেশ কার্তিক এবং ঋদ্ধিমান সাহাও ধোনির থেকে খুব পিছিয়ে নেই। অশ্বিন এবং ঋদ্ধিমান দক্ষিণ আফ্রিকায় ২৬ শে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের অংশ। তবে এই মুহূর্তে সাহা নন, ঋষভ পন্ত-ই টেস্ট সহ সব ফরম্যাটে ভারতের এক নম্বর উইকেটরক্ষক।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর