প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে সরে দাঁড়ালেন অশ্বিন, কিন্তু কেন? জানুন আসল কারণ

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল থেকে সরে দাঁড়ালেন দিল্লি ক্যাপিটালস এর সিনিয়র স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে নিজের নাম তুলে নিলেন রবীচন্দ্রন অশ্বিন। দীর্ঘদিন ধরে দিল্লি ক্যাপিটালস দলে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। এই মরশুমের শুরু থেকে প্রত্যেক ম্যাচে খেলেছেন তিনি প্রত্যেক ম্যাচে ভালো পারফরম্যান্সও করেছেন তবে হঠাৎ করে কেন তিনি আইপিএল থেকে সরে দাঁড়ালেন এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

তবে এবার নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন। টুইট করে অশ্বিন নিজেই জানালেন তার হঠাৎ করে আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ। এই মুহূর্তে দেশজুড়ে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে, করোনার হাত থেকে রক্ষা পায়নি অশ্বিনের পরিবারও। বর্তমানে অশ্বিনের পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনায় হয়েছেন এমন খারাপ সময় পরিবারের পাশে থাকার জন্যই আইপিএল থেকে নিজের নাম তুলে নিয়েছেন অশ্বিন।

এইদিন গভীর রাতে টুইট করে অশ্বিন জানিয়েছেন, “আগামীকাল থেকে আমি আইপিএল 2021 এ থাকছি না। এই মুহূর্তে আমার পরিবারের বেশ কয়েকজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন এবং তারা করোনার বিরুদ্ধে লড়াই করছেন। তাই এই কঠিন সময়ে আমি তাদের পাশে থাকতে চাই। যদি পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে ওঠে তাহলে আমি আবার ফিরে আসবো আইপিএলে। ধন্যবাদ দিল্লি ক্যাপিটালস!”
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নিজের টুইটার হ্যান্ডেল এর নামও পরিবর্তন করে ফেলেছেন অশ্বিন। এই মুহূর্তে অশ্বিনের টুইটার হ্যান্ডেলের নাম “স্টে হোম স্টে সেফ! টেক ইয়র ভ্যাক্সিন।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর