বাংলার হান্ট নিউজ ডেস্ক: প্রথমবার ভারতের সিনিয়র জাতীয় দলে সুযোগ পেয়েছেন রাজস্থানের তরুণ স্পিনার রবি বিশ্নই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে ভারতীয় দলে নির্বাচিত করা হয়েছে। যোধপুরের এই লেগ স্পিনার রোহিত শর্মার নেতৃত্বে তার আন্তর্জাতিক কেরিয়ারে শুরু করতে পারেন। রবি এর প্রতিভার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই দিয়ে দিয়েছিলেন। আইপিএলের মঞ্চেও নিজের যোগ্যতা চিনিয়েছেন তিনি। আসন্ন মরশুমের জন্য লখনউ সুপার জায়ান্টস তাকে দলে নিয়েছে।
রবি বিশ্নইয়ের গল্প বলিউডের সিনেমার থেকে কম আকর্ষক নয়। একটা সময় ছিল যখন ক্রিকেট মাঠে কাজ করতে হতো এই তরুণ খেলোয়াড়কে। তার প্রথম জীবনটা ছিল সংগ্রামে পরিপূর্ণ। ছোটবেলায় রাজস্থানের রুক্ষ জমিতে পিচ তৈরি করে অনুশীলন করতেন রবি। এরপর যোধপুরের ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেওয়ার সুযোগ পান রবি। অনূর্ধ্ব-১৬ বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। এমনকি ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন রবি। কিন্তু তার অ্যাকাডেমি কোচের নির্দেশে আরও বেশি পরিশ্রম করতে শুরু করেন রবি।
২০১৮ সালে রবি বিশ্নই বোর্ড পরীক্ষা দিয়েছিলেন। সেই সময় সমান্তরাল ভাবে চলছিল আইপিএলও। রাজস্থান রয়্যালসের হয়ে নেট বোলিং করার সুযোগ পান তিনি। পরিবার তাকে ক্রিকেট ক্যাম্প ছেড়ে পরীক্ষায় মনোনিবেশ করার পরামর্শ দেন। কিন্তু রবি পরিবারের কথায় কান না দিয়ে ক্রিকেট অনুশীলন চালিয়ে যান।
২১ বছর বয়সী এই স্পিনার তার প্রথম ভিনু মানকদ ট্রফির ম্যাচে ৫টি উইকেট নিয়েছিলেন। প্রাথমিকভাবে, তিনি একজন মিডিয়াম পেসার হতে চেয়েছিলেন, কিন্তু তার কোচের পরামর্শে বিশ্নই লেগ-স্পিনারে পরিণত হল। তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০-তে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তারপর আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দিয়েছেন তাবড় তারকাদের সামনে নিজের যোগ্যতার প্রমাণ। ফলস্বরূপ আজ তিনি খেলবেন জাতীয় দলে।