২১ বছর বয়সী এই বোলার হবেন রোহিত শর্মার সবথেকে বড় হাতিয়ার, প্রথমবার মিলল ভারতীয় দলে সুযোগ

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। ওয়ান ডে সিরিজের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবেন ক্যারিবিয়ানরা। এই দুটি সিরিজের জন্যই ভারতীয় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। অনেক তরুণ খেলোয়াড়কেও এই দলে সুযোগ দেওয়া হয়েছে। এবার দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী এক রহস্য স্পিনারও। আগামী দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক রোহিত শর্মার অস্ত্র হয়ে উঠতে পারেন এই স্পিনার।

ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছেন তরুণ লেগ স্পিনার রবি বিশ্নই। আইপিএলে নিজের বিপজ্জনক স্পিনের ঝলক দেখিয়েছেন তরুণ স্পিনার। রবি। এই খেলোয়াড় আগামী আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলবেন। তার আগে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুই ফরম্যাটেই নির্বাচিত হয়েছেন বিশ্নই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম তিনটি ওয়ানডে ৬, ৯ এবং ১১-ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং টি-টোয়েন্টি ম্যাচ ১৬, ১৮ এবং ২০শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ravi bishnoi

রবি বিশ্নই এর বল বাতাসে দ্রুত ভেসে আসে। এই কারণে ব্যাটার বেশি ভাবার সময় পান না এবং ততক্ষণ যা হওয়ায় হয়ে যায়। তার বোলিং অনেকটা আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের সাথে তুলনীয়। গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও এই তরুণ বোলারের পারফরম্যান্স ছিল নজরকাড়া।

রবি বিশ্নই এখন পর্যন্ত আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ২১ টি ম্যাচ মাঠে নেমেছেন। এতে তিনি মোট ২৩ টি উইকেট পেয়েছেন। তাই বড় মঞ্চে তারকাদের বিরুদ্ধে কিভাবে পারফর্ম করতে হয় সেই ব্যাপারে তার ভালোই আন্দাজ রয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর