বাংলাহান্ট ডেস্ক: শুধু কথায় নয়, কাজে করে দেখালেন অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিষণ (Ravi Kishan) কন্যা ঈশিতা শুক্লা (Ishita Shukla)। কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিবীর’ প্রকল্পে নাম লিখিয়ে এবার ভারতীয় সেনায় যোগ দিতে চলেছেন তিনি। মেয়ের স্বপ্ন পূরণে পূর্ণ সমর্থন রয়েছে বাবার। চলতি বছরেই সেনায় যোগ দিতে চলেছেন ঈশিতা।
বাবা কিংবা দিদির মতো অভিনয় জগতে নয়, ইশিতা চাধ ভারতীয় সেনায় যোগ দিয়ে দেশবাসীর প্রতিরক্ষার দায়িত্ব নিতে। এনসিসি ক্যাডেট হিসাবে মেয়ের ছবি শেয়ার করে রবিই জানিয়েছিলেন, ঈশিতা চান একজন ‘অগ্নিবীর’ হতে। তাঁর স্বপ্ন পূরণ হতে চলেছে অবশেষে।
অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে খুব শীঘ্রই ভারতীয় সেনায় যোগ দিতে চলেছেন ঈশিতা। প্রথমে ৬ মাসের ট্রেনিং আর তারপর সাড়ে তিন বছর সেনা বাহিনীতে থেকে দেশের সুরক্ষায় নিযুক্ত থাকবেন তিনি। এই একটি স্বপ্ন পূরণ করতে বছর ২১ এর ঈশিতা দিন রাত কঠোর পরিশ্রম করে গিয়েছেন। বিশেষ করে অভিনেতা বা রাজনৈতিক নেতাদের সন্তানরা সেনা বাহিনীতে যোগ দেয় না, মানুষের এই ধারণাটাও ভুল প্রমাণ করার তাগিদ ছিল তাঁর।
চলতি বছর প্রজাতন্ত্র দিবসে মেয়ের আরো এক কীর্তির কথা শেয়ার করেন গর্বিত বাবা রবি কিষণ। সেদিন প্যারেডে অংশগ্রহণকারী দিল্লি ডিরেক্টরেটের ৭ মহিলা ব্যাটেলিয়নের সদস্য ছিলেন ঈশিতাও। মেয়ের এই সাফল্যে গর্বে বুক ফুলেছে রবি কিষণের।
ঈশিতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিলে দেখা যাবে একের পর এক শরীরচর্চার ছবি নয়তো এনসিসি ক্যাডেট জীবনের নানান ছবি, ভিডিও। চার সন্তান রয়েছে রবি এবং তাঁর স্ত্রী প্রীতির। রিভা, তনিষ্ক, ঈশিতা এবং একমাত্র ছেলে সক্ষম। চার সন্তানের মধ্যে বড় মেয়ে রিভা বাবার পথ অনুসরণ করে এসেছেন অভিনয় জগতে।
তবে রবির দুই মেয়ে রূপে কিন্তু কম যান না কেউ কারোর থেকে। অভিনয় জগতে পা না রাখলেও দিদির থেকে কম সুন্দরী নন ঈশিতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা দেখলেই বোঝা যায় তাঁর জনপ্রিয়তা। নেটিজেনরাও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ঈশিতার নতুন সফরের জন্য।