প্রাক্তন কংগ্রেস সরকার জনসংখ‍্যা নিয়ন্ত্রণ আইন আনেনি, তাই আমি চার সন্তানের বাবা: বিজেপি সাংসদ রবি কিষণ

বাংলাহান্ট ডেস্ক: বেফাঁস মন্তব‍্যের জন‍্য বিশেষ পরিচিতি রয়েছে অভিনেতা তথা বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ রবি কিষণের (Ravi Kishan)। একাধিক বার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার কংগ্রেসের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানিয়েছেন রবি। তাঁর অভিযোগ, প্রাক্তন কংগ্রেস সরকার (Congress Government) যদি জনসংখ‍্যা নিয়ন্ত্রণ বিল (Population Control Bill) আনত তাহলে আজ তিনি চার সন্তানের বাবা হতেন না।

এক সংবাদ মাধ‍্যমের অনুষ্ঠানে এসে বিষ্ফোরক অভিযোগ করেন রবি কিষণ। গোরখপুরের বিজেপি সাংসদ নালিশ করেন, যে হারে দেশে জনসংখ‍্যা বাড়ছে, বিষয়টা নিয়ে প্রাক্তন কংগ্রেস সরকারের সতর্ক হওয়া উচিত ছিল। জনসংখ‍্যা নিয়ন্ত্রণ আইন পাশ করানো উচিত ছিল। নাহলে আজ তিনি চার সন্তানের বাবা হতেন না, দাবি রবির।

ravi kishan 1
তিনি বলেন, ‘কংগ্রেস যদি আগেই বিলটা আনত তাহলে আমরা থেমে যেতাম। আমার চার সন্তান। এটা ভুলবশত হয়নি। যদি কংগ্রেস বিল আসত, আইন থাকত, তাহলে আমরা চারজন সন্তান নিতাম না।’ আজকের জন বিষ্ফোরণের জন‍্য কংগ্রেস সরকারই দায়ী, সাফ কথা রবি কিষণের।

চিনের উদাহরণ টেনে তিনি আরো বলেন, তারা জনসংখ‍্যা নিয়ন্ত্রণ করতে পেরেছে। আগের সরকার ভেবেচিন্তে কাজ করলে এখনকার প্রজন্মকে সমস‍্যায় পড়তে হত না। বিষয়টা নিয়ে অভিযোগ পালটা অভিযোগের অবকাশ আছে ঠিকই, তবে এই আইনের সুদূরপ্রসারী প্রভাব দেখা যেত ২০-২৫ বছর পর, বক্তব‍্য রবি কিষণের।

এদিন কংগ্রেসকে কটাক্ষ ক‍রার পাশাপাশি বিজেপিরও ঢালাও প্রশংসা করেন রবি কিষণ। তাঁর কথায়, গেরুয়া সরকার যে শুধু মন্দির নির্মাণ করেছে তা তো নয়। একই সঙ্গে সড়ক এবং হাসপাতালও বানিয়েছে বিজেপি সরকার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর