বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট (Indian cricket) দলের হেড কোচ রবি শাস্ত্রী (Ravi sastri)। ভারতীয় দল যে সাফল্য পেয়ে চলেছে তার পেছনে অন্যতম কাণ্ডারী রবি শাস্ত্রির দুর্দান্ত ক্রিকেট মস্তিষ্ক। দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসক হিসেবে কাজ করে চলেছেন রবি শাস্ত্রী। আর তাই এই বিষয়ে অভিজ্ঞতা থেকেই বর্তমানে রবি শাস্ত্রির এত সাফল্য। তবে এবার রবি শাস্ত্রী সম্পর্কে এক চমক দিল গুগল। গুগল জানালো রবি শাস্ত্রীর বয়স 120 বছর।
1962 সালের 27 মে মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন প্রাক্তন ভারত অলরাউন্ডার রবি শাস্ত্রী। বর্তমানে রবি শাস্ত্রির বয়স 58 পার হয়ে 59 বছরের দিকে। আর এই রবি শাস্ত্রীর বয়সই 120 বছর এমনটাই জানাচ্ছে গুগল। রবি শাস্ত্রী শুধুমাত্র ক্রিকেটার হিসেবেই ভারতীয় ক্রিকেটে জনপ্রিয়তা লাভ করেন নি তিনি একজন দুর্দান্ত ধারাভাষ্যকর এবং দক্ষ ক্রিকেট প্রশাসক হিসেবেও ভারতীয় ক্রিকেটে প্রশংসা কুড়িয়েছেন।
ভারতীয় দলের হয়ে 80 টি টেস্ট ম্যাচ এবং 150 টি একদিনের ম্যাচ খেলেছেন রবি শাস্ত্রী। ব্যাট হাতে করেছেন 6938 রান এবং বল হাতে নিয়েছেন 150 টি উইকেট। ভারতীয় দলের হয়ে খেলার সময় অনেক মহিলা ভক্তের মনে জায়গা করে নিয়েছিলেন রবি শাস্ত্রী। তবে গুগল বয়স বাড়লেও এখনো পর্যন্ত অনেক মহিলা ভক্তের মনে জাঁকিয়ে রয়েছেন রবি শাস্ত্রী।