বাংলা হান্ট ডেস্কঃ সদ্য সমাপ্ত মেলবোর্ন টেস্টে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। আর এই জয়ের পেছনে ভারতের অন্যতম কারিগর রবীন্দ্র জাদেজা (Robindra Jadeja)। মেলবোর্ন টেস্টের প্রথম একাদশ ঘোষণা করার পরে বেশকিছু ক্রিকেটপ্রেমীর চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল। কারণ বিরাট কোহলির অনুপস্থিতি একজন ব্যাটসম্যান হিসেবে বক্সিং ডে টেস্ট খেলা প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল কে এল রাহুলের। কিন্তু ম্যাচের দিন হঠাৎই কে এল রাহুল এর পরিবর্তে প্রথম একাদশে দেখা যায় রবীন্দ্র জাদেজাকে। আর এই মাস্টার স্টোকেই বাজিমাত করল টিম ইন্ডিয়া।
প্রথম ইনিংসে অজিঙ্কা রাহানের সঙ্গে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত পার্টনারশিপ এবং হাফ সেঞ্চুরি। এছাড়াও উমেশ যাদবের অনুপস্থিতিতে বল হাতে বাজিমাত করে রবীন্দ্র জাদেজা। ভারতের এই টেস্ট জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাদেজা। আর জাদেজাকে নামানোর এই মাস্টার স্ট্রোক ছিল হেড কোচ রবি শাস্ত্রীর।
জাদেজা দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে এবং আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছে। ঘরোয়া ক্রিকেটে জাদেজার তিনটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে। এছাড়াও জাদেজার ঘূর্ণনের জালে অস্ট্রেলিয়াকে ফাঁসাবার জন্যই জাদেজাকে নেওয়া হয়েছিল প্রথম একাদশে। অপরদিকে বাঁহাতি জাদেজার ব্যাটিং কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় ছিল ভারত। আর এই সমস্ত দিক গুলি বিচার বিবেচনা করেই জাদেজাকে দলে নেওয়া হয়েছিল। আর রবি শাস্ত্রীর এই সিদ্ধান্তই ম্যাচে ফারাক গড়ে দিল।