সুশান্ত সিং রাজপুতকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর পাটনার বাড়িতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে (sushant singh rajput) শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার তাঁর পাটনার বাড়িতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ (ravi shankar prasad)। অভিনেতার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। কথা বলেন তাঁর পরিবারের সঙ্গে। সেই সব ছবি প্রকাশ‍্যে এসেছে সোশ‍্যাল মিডিয়ায়।
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে ছবি ও ভিডিওগুলি পোস্ট করেন রবি শঙ্কর প্রসাদ। ভিডিওতে দেখা যায়, সুশান্তের পাটনার বাড়িতে তাঁর ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। সুশান্তের বাবা ও দিদির সঙ্গে কথাও বলেন তিনি।
পোস্টের ক‍্যাপশনে রবি শঙ্কর লিখেছেন, ‘সুশান্ত সিং রাজপুতের পাটনার বাড়িতে গিয়েছিলাম। তাঁর পরিবারের সদস‍্যদের সঙ্গে দেখা করলাম। সমবেদনা জানালাম। একজন প্রতিভাবান অভিনেতার এমন পরিণতি দুর্ভাগ‍্যজনক। আরও উঁচুতে ওঠার কথা ছিল তাঁর। আরও অনেক কিছু পাওয়ার ছিল।’ সুশান্তের মৃত‍্যুতে টুইট করে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

https://www.instagram.com/p/CBncgAAg65n/?igshid=at83yzwtggfi

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যু নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিসের ক্রাইম ব্র‍্যাঞ্চ। এই বিষয়ে বৃহস্পতিবার বান্দ্রা পুলিস স্টেশনে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে টানা ৯ ঘন্টা জেরা করা হয়। জেরায় তিনি স্বীকার করেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কটা আর রাখতে চাইছিলেন না। অভিনেতার মৃত‍্যুর কয়েকদিন আগে তাঁদের মাঝে ঝামেলাও হয়েছিল। সেই কারনেই কিছুদিন আগে সুশান্তের ফ্ল‍্যাট ছেড়ে বেরিয়ে আসেন রিয়া।
কিন্তু রিয়া জানান, সুশান্তের ফ্ল‍্যাট ছেড়ে তিনি বেরিয়ে আসলেও যোগাযোগ ছিল তাঁদের মধ‍্যে। মেসেজ, ফোন সবই চলত তাঁদের মধ‍্যে। রিয়া জানিয়েছেন, প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে তাঁকে ফোন করতেন সুশান্ত। এমনকি অভিনেতার ঘনিষ্ঠরাও সহমত হয়েছেন রিয়ার সঙ্গে।

IMG 20200614 WA0003

রিয়া জানান, নভেম্বরেই সুশান্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল তাঁর। সেই জন‍্য বান্দ্রার কাছে একটি ফ্ল‍্যাটও খুঁজছিলেন তাঁরা। নিজেদের আলাদা একটি ফ্ল‍্যাট কেনার ইচ্ছা ছিল তাঁদের।
সুশান্তের চিকিৎসক হিন্দুজা হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ কেরসি চাওলা বিষ্ফোরক তথ‍্য ফাঁস করেন। তিনি জানান, সব ব‍্যাপারেই রিয়া খুব বিরক্ত হত। এই নিয়ে খুশি ছিলেন না সুশান্ত। তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দিতে সোশ‍্যাল মিডিয়াতে পোস্টও করেছিলেন সুশান্ত। কিন্তু রিয়াই তাঁকে জোর করে পোস্টটি ডিলিট করতে বাধ‍্য করে বলে জানান সুশান্তের চিকিৎসক।
অভিনেতার মৃত‍্যু তদন্তে এখনও পর্যন্ত ১৩ জনের বয়ান নিয়েছে পুলিস। এই তালিকায় রয়েছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া, মহেশ শেট্টি, সুশান্তের পরিচারিকা, আবাসনের কেয়ারটেকার সহ আরও কয়েকজন।

Niranjana Nag

সম্পর্কিত খবর