বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং বিরাট কোহলির (Virat Kohli) সম্পর্কের মধ্যে যে শীতলতা রয়েছে সেই সম্পর্কে আর কারোর জানতে বাকি নেই। ২০২১ সালে একদম শেষ থেকে যখন বিরাট কোহলি নিজে থেকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেন এবং তার কাছ থেকে ওডিআই অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয় তখন থেকেই এই ঠান্ডা লড়াইটি প্রকাশ্যে চলে এসেছে। এর পরের বছর বিরাট কোহলিও টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ও বিসিসিআই (BCCI) সভাপতির পদ হারিয়েছেন।
সম্প্রতি আইপিএলে দুজনের দল যখন একে অপরের মুখোমুখি হয়েছিল তখন তাদের সম্পর্কের শীতলতা আরো একবার প্রকাশ্যে চলে আসে তাদের কাজকর্মের মধ্যে দিয়ে। বিরাট কোহলি ওই ম্যাচে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করার পরেই অত্যন্ত উগ্রভাবে উদযাপন করেন। এরপর ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা যখন একে অপরের সঙ্গে কর্মরতন করছেন তখনই এবং সৌরভ দুজনেই একে অপরকে এড়িয়ে যান।
এই ঘটনার ভিডিওটি প্রকাশ্যে আসার পরই দুই পক্ষের ভক্তদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। নিজ নিজ পক্ষের যুক্তি সকলেই দেখাতে শুরু করেন। সৌরভ ভক্তরা বলতে থাকেন যে কি করে একজন সিনিয়র ক্রিকেটারকে শ্রদ্ধা দেখাতে হয় সেই সম্পর্কে কোহলির কোনও ধারণা নেই। পাল্টা দিয়ে বিরাট ভক্তরা বলেন যে মহেন্দ্র সিংহ ধনী ও বিরাট কোহলির সিনিয়র ক্রিকেটার এবং তার সঙ্গে সাক্ষাতের সময় কোহলির আচরণ কেমন থাকে তা সকলেই জানেন। যে ব্যক্তি যেমন তার সঙ্গে ঠিক তেমন আচরণ করে থাকেন বিরাট। এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন রবি শাস্ত্রীও।
প্রাক্তন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী এই নিয়ে মন্তব্য করতে গিয়ে দুজনের উদ্দেশ্যে বলেছেন, “এটা নির্ভর করে খেলোয়াড়ের মধ্যে সম্পর্ক কেমন তার ওপর। আমি কারোর সাথে কথা বলতে না চাইলে, আমি বলবো না এবং তাকে এড়িয়ে চলবো। যদিও, তবে একটা বয়স অবধি পৌঁছনোর পর সবসময় আপনি চাইলে আপনার মানসিকতার উন্নতির জায়গা থাকে।”
প্রসঙ্গত সৌরভ গাঙ্গুলীর সঙ্গে রবি শাস্ত্রীর মধ্যে সম্পর্ক গত কয়েক বছর ধরে একেবারেই ভালো নয়। নানান কারণে দুজনের মধ্যে মতবিরোধ দেখা গিয়েছে। সৌরভ নিজে থেকে প্রকাশ্যে এই নিয়ে কোনও মন্তব্য না করলেও প্রাক্তন ভারতীয় বিশ্বজয়ী অলরাউন্ডার বারবার করে খুঁচিয়ে ঘা করার চেষ্টা করেছেন। তবে রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির মধ্যে সম্পর্ক খুবই ভালো।