“স্টিভ স্মিথ হলে ওটা আউট দিতো না!” শুভমান গিলের আউটের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সরব শাস্ত্রী

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। দিনের শুরুতে অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি (৬৬*) এবং অভিজ্ঞ ক্রিকেটার মিচেল স্টার্কের (৪১) ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া ২৭০ রান তোলে এবং তারপর ইনিংস ডিক্লেয়ার করে। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রানের।

এই রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন শুভমান গিল এবং রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বোলারদের রীতিমতো দিশেহারা করে দিয়েছিলেন তারা দুজনে। দৃষ্টিনন্দন শট খেলে উইকেটের দুদিকেই রান কুড়োচ্ছিলেন তারা। কিন্তু এর মাঝেই এমন একটি ঘটনা ঘটে জানি ভবিষ্যতে বহু বছর ধরে চর্চা চলবে।

স্কট বোল্যাণ্ডের করা ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে শুভমান গিল উইকেটের বাইরে হালকা খোঁচা দেন। প্রথম ইনিংসে দুর্দান্ত ক্যাচ নিয়ে রাহানেকে ড্রেসিংরুমে ফেরানো গ্রিন এবারও ঝাঁপিয়ে পড়ে বলটি ধরে নেন এবং সতীর্থদের সঙ্গে উল্লাস শুরু করেন।

ক্যাচটি একদম মাটির কাছে নেওয়া হয়েছিল তাই থার্ড আম্পায়ার একবার বিষয়টি নিজের চোখে দেখে নিতে চান। কিন্তু রিপ্লে দেখে আউটটি নিয়ে সন্দেহ তৈরি হয়। অনেকেই আশঙ্কা করেছিলেন যে পরিষ্কারভাবে নেননি গ্রিন। কিন্তু জুম করে খুব একটা স্পষ্ট ভাবে বিষয়টি না দেখেই শুভমান গিলকে আউট ঘোষণা করে থার্ড আম্পায়ার।

contro catch

এরপরই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে শুরু হয়েছে বিতর্ক। ওটি কিছুতেই আউট ছিল না বলে মন্তব্য করছেন অনেকে। ধারাভাষ্য দিতে গিয়ে রবির স্বাস্থ্যে সরাসরি জানিয়ে দেন যে ওই ব্যাটার যদি গিলের বদলে স্টিভ স্মিথ হতেন তাহলে আম্পায়ার আউট দিতো না। শুভমন গেল তো বটেই সেইসঙ্গে রহিত শর্মাকেও ওই সিদ্ধান্তের পর অত্যন্ত অখুশি দেখিয়েছে। তবে গিল আউট হয়ে যাওয়ার পরেও চা পানের বিরতির পরে ব্যাট করতে এসে ভারতীয় দল নিজেদের আগ্রাসী মনোভাব বজায় রেখেছে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর