রোহিত ওপেন করলে বিশ্বকাপ জিতবে না ভারত! কেন? উত্তর দিলেন রবি শাস্ত্রী

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) আর ১০০ দিনও বাকি নেই। ভারতীয় দলের (Indian Cricket Team) কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ফাইনালের ব্যর্থতা এখন অতীত। ১২ বছর পর ফের একবার ঘরের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপ জিততে মরিয়া রোহিতরা। কিন্তু প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বিশ্বাস করেন যে শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে রোহিত শর্মা (Rohit Sharma) যদি জুটি বেঁধে ওপেন করেন তাহলে ভারতের এই বিশ্বকাপ জয়ের সুযোগ কম।

শুভমান গিল এবং রোহিত শর্মার জুটি খুব একটা পুরোনো নয়। এর আগে হয় লোকেশ রাহুল নয় শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে ওপেন করতেন রোহিত। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ওই বছর ওডিআই ফরম্যাটে বেশি মাঠে নামেননি হিটম্যান। সেই সময়ে ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন শুভমান গিল। এরপর চলতি বছরের প্রথম দিক থেকে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে এই নতুন ওপেনিং দুটি দেখা দিয়েছে।

   

কিন্তু প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী, যার কোচিংয়ে রোহিত শর্মাও অসাধারণ ছন্দে ছিলেন, তিনি বিশ্বাস করেন এই জুটি বড্ড বেশি একমুখী হয়ে যাবে এবং ক্রিকেট বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলি তাদের রুখে ফেলার রাস্তা খুঁজে ফেলবে। শুধু ওপেনিং নয়, গোটা ভারতীয় ব্যাটিং লাইন-আপেই আরও বেশি বৈচিত্র‍্য প্রয়োজন বলে মনে করেন তিনি।

rohit shastri

উদাহরণস্বরূপ তিনি ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের উদাহরণ টেনে এনেছেন। তিনি বলেছেন সেই ব্যাটিং লাইন-আপে গৌতম গম্ভীর, যুবরাজ সিং সুরেশ রায়নার মতন দক্ষ বাঁ-হাতি ব্যাটাররা ছিলেন, যারা দলের বৈচিত্র‍্য এনেছিলেন। কিন্তু বর্তমান ভারতীয় দলের রবীন্দ্র জাদেজা ছাড়া আর কোনও বাঁ-হাতি ব্যাটার নেই। অক্ষর প্যাটেল একটা অপশন হতে পারেন কিন্তু তিনি ও জাদেজা যে একই সঙ্গে নিয়মিত দলে থাকবেন সেই ব্যাপারটা এখনো নিশ্চিত নয়।

রবি শাস্ত্রীর এহেন পরামর্শ দেখে অনেকের মাথাতেই একটা নাম উঠে আসছে এবং সেই নামটা হল যশস্বী জয়সওয়াল। ভারতীয় দলের হয়ে এখনো আন্তর্জাতিক অভিষেক ঘটানোর সুযোগ পাননি তিনি। কিন্তু ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে অসাধারণ ছন্দ প্রদর্শন করেছেন এই তরুণ ক্রিকেটার। তাকে কোনওভাবে ভারতের ব্যাটিং লাইন আপের সঙ্গে যুক্ত করা গেলে তাতে ভারতীয় দলের এই লাভ হবে বলে বিশ্বাস করেন অনেকে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর