এবার নেপোটিজমের জোরেই বিশ্বকাপ জিতবে ভারত! BCCI-এর হাতে গোপন অস্ত্র তুলে দিলেন রবি শাস্ত্রী

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) আর কিছুদিনের মধ্যেই এশিয়া কাপ (2023 Asia Cup) অভিযানে নামবে। সেই টুর্নামেন্টে কিছু নামকরা তারকা ক্রিকেটার, যারা এখন চোটের জন্য বাইরে রয়েছেন ভারতীয় দলের, তারা প্রত্যাবর্তন করবেন। সেই তালিকায় রয়েছেন লোকেশ রাহুল (KL Rahul) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তারা দুজনে সম্পূর্ণ সুস্থ অবস্থায় এবং নিজেদের সেরা ছন্দে যদি মাঠে ফিরতে পারেন তাহলে বিশ্বকাপের আগে ভারতের চিন্তা অনেকটাই কমে যাবে।

রবি শাস্ত্রীর পরামর্শ:
কিন্তু এই ব্যাপারে আপত্তি প্রকাশ করেছেন রবি শাস্ত্রী। বর্তমানে ধারাভাষ্যকার এবং পূর্বে ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করা এই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মনে করছেন যে আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে লোকেশ রাহুলকে রাখা উচিত হবে না ভারতীয় নির্বাচকদের। তিনি কোনওরকম রাখঢাক না রেখে সরাসরি নিজের এই মত প্রকাশ করেছেন।

কেন আপত্তি রাহুলে?
রবি নিজে জানিয়েছেন যে কেন তিনি মনে করেন না এই মুহূর্তে ভারতীয় দলে লোকেশ রাহুলের প্রত্যাবর্তন করা উচিত। তার মতে শ্রেয়স এবং লোকেশ দুজনেই চোট সারিয়ে ফিরছেন এবং তারপরেই যদি তাদের এশিয়া কাপের মতো হাইভোল্টেজ টুর্নামেন্টের নামিয়ে দেওয়া হয় তাহলে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টা রাহুলের জন্য আরও বেশি করে প্রযোজ্য বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় তারকা। তিনি জানিয়েছেন যে রাহুল দলে ফিরলে ফিরবেন একজন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে। আর সবে চোট সারিয়ে উইকেট রক্ষণের দায়িত্ব পালন করতে গেলে তার আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় বলে তার ভালোর জন্যই এমনটা চাইছেন না শাস্ত্রী।

আরও পড়ুন: বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে জ্বলে উঠেছিলেন এই ৪ ব্যাটার! শীর্ষে কে? দেখলে চমকাবেন

বিকল্প কে?
কিন্তু ভারতীয় দল যদি রাহুল ও শ্রেয়সকে ব্যবহারই না করেন তাহলে চার নম্বরে ব্যাটিংটা কে করবেন? এই সমস্যারও সমাধান খুঁজে দিয়েছেন শাস্ত্রী। তার মতে গত টি-টোয়েন্টি ছেড়েছে ভারতের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করা তিলক ভার্মাকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। কারণ সূর্য কুমার যাদব এবং অন্যান্য ক্রিকেটাররা এই জায়গায় খুব একটা সফল নন।

আরও পড়ুন: একা কুম্ভ হয়েও ভারতকে বাঁচাতে পারলেন না তিলক ভার্মা! হাড্ডাহাড্ডি ম্যাচে দুর্দান্ত জয় হোল্ডারদের

t varma

তিলকই আকঁবে বিজয়তিলক?
যখন তিলক ভার্মা ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তখন অনেকেই বলেছিলেন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হওয়ায় তিনি স্বজনপোষণ করছেন। কিন্তু গোটা সিরিজ জুড়ে ব্যাট হাতে নিন্দুকদের যোগ্য জবাব দিয়ে গিয়েছেন তিলক। বাকিরা যখন ব্যাট হাতে কঠিন পিচে ব্যর্থ হয়েছেন, তখন সাবলীলভাবে রান করে গিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই এখন ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে তিলককে দেখতে চাইছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর