৪-০ ফলে জিততে হবে! অস্ট্রেলিয়াকে হারানোর জন্য রাহুল দ্রাবিড়কে এই পরামর্শ দিলেন শাস্ত্রী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে আরম্ভ হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) লড়াই। ভারতের জন্য এই চার ম্যাচের টেস্ট সিরিজ জেতা অত্যন্ত প্রয়োজনীয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) খেলতে গেলে ভারতকে এই সিরিজটি বড় ব্যবধানে জিততে হবে। সেই লক্ষ্য মাথায় রেখেই ভারতীয় দলকে (Team India) সাজাচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাদেরকে গতকাল, অর্থাৎ মঙ্গলবার নাগপুরের পিচ কিউরেটরের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছে।

অস্ট্রেলিয়া এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে সেরা দল। সাম্প্রতিক অতীতে অসাধারণ ফর্মে রয়েছে তারা। কিন্তু ভারতের মাটিতে তাদের লড়াইটা একেবারেই সহজ হবে না। রাহুল দ্রাবিড়দের তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনওরকম নেতিবাচক মানসিকতা সম্বল করে মাঠে নেওয়া উচিত না। ঠিক এমন ধারণাই পোষণ করেন প্রাক্তন ভারতীয় প্রধান কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। এই হাইভোল্টেজ সিরিজ কেমন মানসিকতা নিয়ে ভারতীয় দলের মাঠে নামা উচিত সেই নিয়েও মন্তব্য করেছেন শাস্ত্রী।

ravi shastri

প্রাক্তন ভারতীয় কোচ বলেছেন, “ভারতীয় দলের সিরিজ শুরু হওয়ার আগে থেকেই ৪-০ ফলে জয়ের কথা ভাবা উচিত। সিরিজটা ভারতের মাটিতে খেলা হচ্ছে। সব সময় ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাপারটা ভাবা উচিত। আমি ভারতীয় দলের সাথে দুবার অস্ট্রেলিয়া সফরে গেছি। কোন পরিস্থিতিতে কার কি মনোভাব থাকা উচিত সেই সম্পর্কে আমার ভালো ধারণা রয়েছে।”

শাস্ত্রী আরও বলেছেন, “কোচ হিসেবে আমার মানসিকতা সবসময় এমন হওয়া উচিত যে কিভাবে বড় ব্যবধানে জিততে পারবো। তার জন্য যদি টার্নিং ট্র‍্যাক বানাতে হয় তাহলে সেটাই ঠিক আছে। আমি কেমন উইকেট চাই এটা যদি আমাকে প্রশ্ন করা হয় তাহলে আমার উত্তর হবে আমি চাই ম্যাচের প্রথম সেশন থেকে বল লেগ স্টাম্পে পড়ে স্পিন করে অফ স্টাম্পে ফিনিশ হোক।”

তিনি আরও বলেছেন যে এই রকম পিচ বানালে কারোর কোনও কিছু বলার থাকতে পারে না। অস্ট্রেলিয়াও ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একই রকম কাজ করেছে বলে তিনি জানান। ভারতের ঘরের মাটিতে ভারতের সুবিধা অনুযায়ী পিচ হবে এবং এতে অন্যায়ের কিছুই দেখছেন না শাস্ত্রী।


Reetabrata Deb

সম্পর্কিত খবর