আলবিদা অশ্বিন! বড়সড় ধাক্কা আন্তর্জাতিক ক্রিকেটে, চোখের জলে বিদায় ভক্তদের

বাংলাহান্ট ডেস্ক : বিষাদের ছায়া ক্রিকেট বিশ্বে। আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বুধবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে অবসরের কথা ঘোষণা করেন তিনি। ওয়ানডে, টি টোয়েন্টি, টেস্ট, তিন রকমেরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় স্পিনার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা অশ্বিনের (Ravichandran Ashwin)

বুধবার আচমকাই সাংবাদিক সম্মেলন করেন অশ্বিন (Ravichandran Ashwin)। রোহিত শর্মার পাশে বসে তিনি বলেন, আজ থেকে জাতীয় দলের হয়ে আর খেলতে দেখা যাবে না তাঁকে। তিনি বলেন, “আমি মনে করি ক্রিকেটার হিসেবে এখনো আমার মধ্যে কিছু আগুন বাকি রয়ে গিয়েছে। কিন্তু সেটা আমি ক্লাব স্তরের ক্রিকেটেই দেখাব। এটাই শেষ দিন। খুব আনন্দ করেছি, রোহিত এবং দলের অন্য সদস্যদের সঙ্গে। যদিও বিগত কয়েক বছরে তাঁদের মধ্যে কয়েকজনকে হারিয়েছি’।

Ravichandran Ashwin announced retirement from international cricket

সাংবাদিক সম্মেলনে আবেগঘন স্পিনার: পাশাপাশি এদিন বিসিসিআই এবং দলের সদস্যদের ধন্যবাদ জানান অশ্বিন (Ravichandran Ashwin)। দলের কোচেরা এবং রোহিত, বিরাট, পূজারা, অজিঙ্কদের নামও উঠে আসে তাঁর কথায়। তিনি বলেন, ‘এটা আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত। আমার মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারব বলে’।

আরো পড়ুন : টেলিপাড়ায় শোকের ছায়া, স্রোত-সার্থকের বিয়ে দিয়েই প্রয়াত সিরিয়ালের ‘পুরোহিত’ বাসুদেব চক্রবর্তী

গুঞ্জন ছিল আগে থেকেই: বর্ডার গাভাসকর টেস্টের পরেই অবসর নিতে পারেন অশ্বিন (Ravichandran Ashwin), এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বটে। তবে সিরিজের মাঝেই যে তিনি অবসর ঘোষণা করে দেবেন তা ভাবতে পারেননি অনেকেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলেন অশ্বিন (Ravichandran Ashwin)। কিন্তু ব্রিসবেনে তৃতীয় ম্যাচে তাঁর বদলে খেলেন রবীন্দ্র জাদেজা। ম্যাচটি ড্র হওয়ার পরেই সাংবাদিক সম্মেলনে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন অশ্বিন। এ বিষয়ে রোহিত জানান, নিজের সিদ্ধান্ত সম্পর্কে খুবই নিশ্চিত ছিলেন তিনি। সকলের উচিত তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানানো। অবসর ঘোষণার আগেই বিরাটের সঙ্গে ড্রেসিং রুমে আবেগঘন মুহূর্ত কাটাতে দেখা গিয়েছিল অশ্বিনকে (Ravichandran Ashwin)।

আরো পড়ুন : বছরভর জমজমাট বিনোদন, ২০২৫ এ মুক্তি পেতে চলেছে যেসব বলিউড সিনেমা

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দিয়ে অভিষেক হয় রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)। দীর্ঘ ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারে একাধিক রেকর্ড রয়েছে তাঁর। তিনিই একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি একই টেস্টে চারবার সেঞ্চুরি এবং পাঁচবার উইকেট নিয়েছেন। পাঁচদিনের ক্রিকেটে সবথেকে বেশি বার সিরিজ সেরাও হয়েছেন তিনি। অনিল কুম্বলের পর টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে দ্বিতীয় সবথেকে বেশি নেওয়ার নজিরও গড়েছেন অশ্বিন। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন তিনি। পাশাপাশি ২০২৫ এর আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়েও মাঠে নামতে দেখা যাবে অশ্বিনকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর