বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে লজ্জাজনক হার হয়েছে বিরাট বাহিনীর। যার জেরে এই মুহূর্তে নিউজিল্যান্ড ম্যাচটি তাদের জন্য ডু অর ডাই মোকাবিলায় পরিণত হয়েছে। এই ম্যাচে যেকোনও মূল্যে জয় পেতেই হবে বিরাট বাহিনীকে, নইলে বিশ্বকাপে টিকে থাকার আশাও শেষ হয়ে যাবে মেন ইন ব্লুর। এমতাবস্থায় দলে বেশ কিছু পরিবর্তনের আশা করছেন অনেকেই।
পাকিস্তানের বিরুদ্ধে একদিকে যেমন লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছিল ভারতীয় ব্যাটিং, তেমনি অন্যদিকে বোলারদের পারফরম্যান্সও ছিল যথেষ্ট হতাশাজনক। তাই এই মুহূর্তে যথেষ্ট চিন্তায় থাকবে বিরাট বাহিনী। অনেকের মতেই দলে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে। তার মধ্যে একটি বড় পরিবর্তন হল বরুণ চক্রবর্তীর বদলে দলে সুযোগ পেতে পারেন রবীচন্দ্রন অশ্বিন। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করলেও বরুণ চক্রবর্তীকে খুব সহজেই খেলেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে কার্যত কোনও অস্বস্তিতেই পড়তে হয়নি বরুণের বিরুদ্ধে।
আর তাই তার জায়গাতেই রবীচন্দ্রন অশ্বিন খেলানোর পরামর্শ দিচ্ছেন বহু বিশেষজ্ঞ। রবীচন্দ্রন অশ্বিন একজন মারাত্মক কৃপণ বোলার। একথা ঠিক যে ২০১৭ সালের পর থেকে চার বছর সীমিত ওভারের ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেননি তিনি। কিন্তু এবার প্রস্তুতি ম্যাচেও দুরন্ত ফর্মে ছিলেন এই অফস্পিনার। তাছাড়া সংযুক্ত আরব আমিরশাহির উইকেটগুলি যথেষ্ট সহায়ক। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে যথেষ্ট কার্যকরী হয়ে উঠতে পারেন অশ্বিন।
শুধু তাই নয় অশ্বিনের ক্যারাম বল এখনও বড় বড় ব্যাটসম্যানদের নাজেহাল করতে সক্ষম। তাছাড়া তিনি একজন অত্যন্ত বুদ্ধিমান বোলারও বটে, বিপক্ষের মানসিকতা বুঝে নিজের বোলিংয়ে পরিবর্তন করতে তিনি অত্যন্ত পারদর্শী। আর তাই ভারতের স্পিন আক্রমনকে নেতৃত্ব দেবার ক্ষমতা রয়েছে অশ্বিনের মধ্যে। বিশেষত বড় ম্যাচে স্নায়ুর চাপ সামলানোর বিপুল অভিজ্ঞতা রয়েছে এই অফ স্পিনারের আর তাই কোহলিদের জন্য আগামী রবিবার অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি।