চার বছর পরে কামব্যাক, সুযোগ পেয়ে আবেগঘন বার্তা রবীচন্দ্রন অশ্বিনের

বাংলা হান্ট ডেস্কঃ চার বছর বাদে ফের একবার সীমিত ওভারের ক্রিকেটে কামব্যাক করেছেন রবীচন্দ্রন অশ্বিন। ২০১৭ সালের পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে সেভাবে আর দেখা যায়নি তাকে। কিন্তু এবার ফের একবার তার দিকে নজর ফিরিয়েছে নির্বাচন কমিটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্পিনিং পঞ্চপান্ডবের অন্যতম হয়ে উঠেছেন রবীচন্দ্রন অশ্বিন। খবরটা কার্যত সকলের কাছেই ছিল বেশ অবাক করা।

একথা ঠিক যে ওয়াশিংটন সুন্দর না থাকায় রবীচন্দ্রন অশ্বিন এর পাল্লা ছিল ভারী। কারণ একসময় ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজেই বলেছিলেন, ওয়াশিংটন সুন্দর যদি খারাপ ফর্মের মধ্যে দিয়ে যান কিম্বা দলে না থাকেন, তাহলেই একমাত্র রবীচন্দ্রন অশ্বিনের কথা ভাবতে পারেন তারা। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছেন সুন্দর আর তাই ভারত ফের একবার ফিরে তাকিয়েছে অশ্বিনের দিকে।

তার কাছে এই সুযোগ আসায় খুশি অশ্বিনও। সিলেকশনে তার নাম আসার পর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন উক্তিও শেয়ার করেন এই কিংবদন্তি স্পিনার। তার বাড়ির দেওয়ালের গায়ে লেখা এই উক্তিটি ছিল, “প্রতিটি টানেলের শেষে আলোর দেখা মেলে। আর যাঁরা টানেলে থাকেন, তাঁদের মধ্যে যাঁরা বিশ্বাস করেন যে আলোর দেখা পাওয়া যাবে, তাঁরাই কিন্তু সেই আলোর খোঁজ পাওয়ার জন্য বেঁচে থাকেন।

এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ৪৬ টি ম্যাচ খেলে ৫২ টি উইকেট সংগ্রহ করেছেন এই ভারতীয় স্পিনার। তবে আইপিএলে তার অভিজ্ঞতা বিপুল। তার নির্বাচনের সময় যে আইপিএলের ফর্ম গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করেছে এ কথা স্বীকার করে নিয়েছিলেন নির্বাচক চেতন শর্মাও। এখন রবীচন্দ্রন অবশ্যই চাইবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে। যদিও তিনি কতখানি সুযোগ পাবেন সেটাই এখন দেখার।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর