বর্ডার-গাভাস্কার ট্রফিতেই ইতিহাস গড়বেন অশ্বিন! জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বজুড়ে ক্রিকেট অনুরাগীদের নজর থাকবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পন্ন হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফির দিকে। উভয় দলই ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনালে পৌঁছনোর জন্য তাদের যথাসাধ্য চেষ্টা করবে। কারণ, দুই দলই এখনও ফাইনালে জায়গা নিশ্চিত করার দৌড়ে রয়েছে। এদিকে, আগামী ২২ নভেম্বর পার্থে প্রথম টেস্ট শুরু হবে। এই সিরিজে টিম ইন্ডিয়ার তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সামনে দুর্দান্ত রেকর্ড গড়ার সুযোগ থাকবে।

বিরাট নজির গড়ার পথে অশ্বিন (Ravichandran Ashwin):

WTC-তে ২০০ উইকেট পূর্ণ করতে রবিচন্দ্রন অশ্বিনের এত উইকেট দরকার: বর্ডার-গাভাস্কার ট্রফিতে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাঁর বিরাট অভিজ্ঞতা দলের কাজে লাগবে। ভারত যখন শেষ অস্ট্রেলিয়া সফর করেছিল, তখন তিনি দ্বিতীয় ভারতীয় বোলার ছিলেন যিনি সবচেয়ে বেশি উইকেট নেন। তিনি তখন ১২ টি উইকেট নিয়েছিলেন। এমতাবস্থায়, ভক্তরা আশা করবেন অশ্বিন অবশ্যই তার আগের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে সফল হবেন।

বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন একটি বড় রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ থাকবে ডানহাতি স্পিনার অশ্বিনের (Ravichandran Ashwin)। আসলে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০ উইকেট পূর্ণ করতে তাঁকে আর মাত্র ৬ উইকেট নিতে হবে। অশ্বিন এই কৃতিত্ব অর্জনে সফল হলে, তিনিই হবেন বিশ্বের প্রথম বোলার যিনি WTC-তে ২০০ উইকেট নেবেন।

আরও পড়ুন: ফের ভয়াবহ আত্মঘাতী হামলা পাকিস্তানে! প্রাণ হারালেন ১৭ জন সেনা, নিকেশ ৬ জঙ্গি

জানিয়ে রাখি যে, ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে অশ্বিন (Ravichandran Ashwin) প্রথম অবস্থানে রয়েছেন। তিনি ৪০ ম্যাচে ২১.৩২ গড়ে ১৯৪ টি উইকেট নিয়েছেন। এই সময়ের মধ্যে, অশ্বিন ১১ বার ৫ টি উইকেট শিকারে সফল হয়েছেন। এদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার নাথান লিয়নের নাম। তিনি ৪৩ টি ম্যাচে ২৬.৭০ গড়ে ১৮৭ টি উইকেট পেয়েছেন। তিনি ১০ বার ৫ উইকেট লাভ করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন: আম্বানির চালে এবার বাড়ল মাস্কের টেনশন! আনতে চলেছেন ভারতের প্রথম হিউম্যানয়েড রোবট

সবথেকে চমকপ্রদ বিষয় হল, এই দুই অভিজ্ঞ বোলারই বর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি হবেন। এখন দেখার বিষয় এই খেলোয়াড়দের মধ্যে কে প্রথম এই মাইলফলক অর্জন করেন। তবে, অনেকেই মনে করছেন এদিক থেকে নাথান লিয়ন অনেকটাই এগিয়ে রয়েছেন। কারণ, তিনি তাঁর দেশের মাটিতে খেলবেন। যার পুরো সুবিধা তিনি নিতে চাইবেন।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর