কোহলি, রোহিতরা ব্যর্থ হলেও দলে থেকে যান, কিন্তু…. আজব মন্তব্য করে সতীর্থদের আক্রমণ অশ্বিনের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সময়টা সম্প্রতি খুব একটা ভালো কাটছে না। বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার হওয়া সত্ত্বেও জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতে ইংল্যান্ডের ওভালে আয়োজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) ম্যাচে অশ্বিনকে উপেক্ষা করা হয়েছিল যা কিংবদন্তি স্পিনারের কাছে একটি বড় ধাক্কা ছিল। পরবর্তীতে অশ্বিন এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে নিজের মনের ভাব প্রকাশ করেছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই হাইভোল্টেজ ফাইনালে অশ্বিনকে বাদ দিয়ে শার্দূল ঠাকুরকে খেলানো হয়েছিল। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের বক্তব্য ছিল যে অনেক চিন্তা ভাবনা করে তারপরে এই সিদ্ধান্ত নিতে পেরেছেন তারা। কিন্তু এরপরেও অশ্বিন গোটা ব্যাপারটা নিয়ে হয়েছিলেন ক্ষুব্ধ। অভিজ্ঞ ক্রিকেটাররাও এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিল।

দুঃখজনক ভাবে তার জায়গায় খেলানো শার্দূল ঠাকুর ভালো পারফরম্যান্স করলেও ভারতকে ম্যাচ জেতাতে পারেননি। বিশাল বড় ব্যবধানে ওই ফাইনাল হেরেছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসেই খেলা কার্যত ছিনিয়ে নিয়েছিল ভারতের হাত থেকে। এর বেশ কিছুদিন পর অবশেষে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অশ্বিন।

virat ashwin

 

তারকা অফস্পিনার বলেছেন, “এটা এমন এক যুগ যেখানে দলের কেউ বন্ধু নয়, সবাই শুধু সহকর্মী। এক সময় যখন ক্রিকেট খেলা হত, তখন আপনার সব সতীর্থ আপনার বন্ধু হতো। এখন, তারা সহকর্মী। এখানে একটি বড় পার্থক্য রয়েছে কারণ এখানে লোকেরা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পছন্দ করেন এবং আশেপাশে কারোর কি অবস্থা সেই দেখে খুব একটা গুরুত্ব দেন না।”

তিনি আফসোস করে এমনটা বলেছেন যে এখন একজন বোলার হওয়ার জন্য তারা আফসোস হয় এবং তিনি যদি ফের একবার সুযোগ পেতেন তাহলে ব্যাটিংয়ের উপর ভিত্তি করেই নিজের কেরিয়ার গড়ার চেষ্টা করতেন। এখন তার এই বক্তব্য শুনে মনে হচ্ছে যিনি বিরাট কোহলি বা রহিত শর্মাদের দীর্ঘদিন অফ ফর্মে থাকার পরেও ভারতীয় দলে নিজেদের জায়গা ধরে রাখার ব্যাপারটি নিয়ে ইর্ষান্বিত। যদিও নিজের বক্তব্যে সরাসরি কারো নাম নেননি তারকা অফস্পিনার।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর