রবীন্দ্র বনাম রবীন্দ্র যুদ্ধে ভারতকে হারালো নিউজিল্যান্ড! চাপে রোহিতের দল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নেমেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand)। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসেও জিতেছেন। টসে জিতে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই সিদ্ধান্ত প্রথম দিকে একদমই সঠিক বলে মনে হচ্ছিল। কিন্তু প্রথম দশ ওভারের পর পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। রবীন্দ্র জাদেজারা (Ravindra Jadeja) মাঝের ওভারগুলিতে আক্রমণে এসেও আটকাতে পারলেন না রাঁচিন রবীন্দ্রদের (Rachin Ravindra)।

shami back team india

আজ ম্যাচের প্রথম দশ ওভারে বুমরা ও সিরাজের কৃপণ বোলিংয়ের কারণে রানের গতি কখনোই বাড়ানোর চেষ্টা করতে পারেনি। উল্টে দুই ফর্মে থাকা ওপেনারকে ড্রেসিংরুমে ফিরতে হয়েছিল শামি ও সিরাজের শিকার হয়ে। কিন্তু কিউয়িদের তরফ থেকে প্রতিরোধ গড়ে তোলেন রাঁচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল।

দুই তারকাই চলতি বিশ্বকাপে ব্যাট হাতে অসাধারণ ছন্দে রয়েছেন। সেটা তারা প্রমাণ করলেন দুর্দান্ত এবং আগ্রাসী ব্যাটিং করে। তাদের মধ্যে ১৫৯ রানের একটি পার্টনারশিপ হয়। ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদবকে দাঁড়াতেই দেননি দুজনে। এর ফলে বিপাকে পড়ে যান ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা।

রাঁচিন রবীন্দ্র বনাম রবীন্দ্র জাদেজার লড়াইয়ে ভারতীয় অলরাউন্ডারি যেন জিতিয়ে দিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডারকে। ইনিংসের শুরুর দিকে জাদেজা সহজ ক্যাচ ধরে রাঁচিনকে ড্রেসিংরুমে ফেরানোর সুযোগ হারালেন। এরপর টানা ১০ ওভার বল করে গেলেন কিন্তু কোনও উইকেট পাননি এবং রানের গতিও আটকে রাখতে পারেননি।

আরও পড়ুন: ভারতের স্টেডিয়ামে বসে বলা যাবে না পাকিস্তান জিন্দাবাদ, এক পাক ভক্তকে নাকাল করলো পুলিশ, ভাইরাল ভিডিও

এই টুর্নামেন্ট ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন রাঁচিন। ভারতীয় বংশোদ্ভূত এই তারকা ৮৭ বলে ছয়টি চার ও একটি ছক্কা সহ ৭৫ রানের একটি ইনিংস খেলে মহম্মদ শামির শিকার হন। তবে ড্রেসিংরুমে ফেরার আগে ১৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ডকে বড় রানে পৌঁছনোর জন্য ভিত গড়ে দিয়ে যান।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর