জাদেজার অনন্য রেকর্ড! WTC ফাইনালের মঞ্চেই শীর্ষে পৌঁছলেন ভারতীয় তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final 2023) ফাইনালের আজ চতুর্থ দিন। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়েছিল। আউট হয়ে গিয়েছেন দুই ওপেনার এবং প্রথম ইনিংসের দুই নায়ক স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে অজিরা যেটুকু বেকায়দায় পড়েছে তার মূল কারণ হলো তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া চার উইকেট হারিয়ে ১২৩ রান করে। দ্বিতীয় ইনিংসে উসমান খাওয়াজা ১৩ রানে, ডেভিড ওয়ার্নার ১ রানে ফিরেছিল। সিরাজ এবং উমেশ অস্ট্রেলিয়া শিবিরে প্রাথমিক ধাক্কাটা দিয়েছিল। কিন্তু তারপর স্টিভ স্মিথকে ৩৪ রানের ব্যক্তিগত স্কোরে এবং ট্র‍্যাভিস হেড ১৮ রানের ব্যক্তিগত স্কোরে রবীন্দ্র জাদেজার শিকার হয়েছিলেন।

স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডকে আউট করে একটি বড় মাইলফলক ছুঁয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি এখন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বাঁ-হাতি ভারতীয় স্পিনারে পরিণত হয়েছেন। এই তালিকায় তিনি অভিজ্ঞ ভারতীয় তারকা বিশেন সিং বেদিকে পেছনে ফেলেছেন। তিনি ৬৭ ম্যাচে ২৬৬ টি উইকেট নিয়েছিলেন। গতকাল রবীন্দ্র জাদেজা নিজের ৬৫ তম টেস্ট ম্যাচে ২৬৭ উইকেট নিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিন অবধি।

যদি বিশ্ব ক্রিকেটে বাঁ হাতে স্পিনারদের রেকর্ড দেখা হয় তাহলে সেখানেও যাদের যার উত্তরণ ঘটেছে। গোটা বিশ্বের সমস্ত বা হাতে স্পিনারদের মধ্যে উইকেট সংগ্রহের দিক দিয়ে টেস্ট ফরম্যাটে এই মুহূর্তে ৪ নম্বরে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। সকলের সুবিধার্থে তালিকাটি নীচে তুলে ধরা হলো

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বেশি উইকেট নেওয়া বাঁ হাতি স্পিনারদের তালিকা:

১. রঙ্গনা হেরাথ (৪৩৩)
২. ড্যানিয়েল ভেট্টোরি (৩৬২)
৩. ডেরেক আন্ডারউড (২৯৭)
৪. রবীন্দ্র জাদেজা (২৬৬*)
৫. বিশেন সিং বেদী (২৬৫)

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর