বাংলা হান্ট ডেস্ক: এবার দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তিনি রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ টি উইকেট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। কিন্তু, দ্বিতীয় ইনিংসে তিনি আরও চমক দেখালেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি ৭ টি উইকেট নিয়ে প্রতিপক্ষ দলকে পরাজিত করেন।
দুর্ধর্ষ পারফরম্যান্স জাদেজার (Ravindra Jadeja):
এমনকি, দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থকেও রেহাই দেননি তিনি (Ravindra Jadeja)। এমতাবস্থায়, জাদেজার বিধ্বংসী বলের সামনে আত্মসমর্পণ করতে দেখা যায় দিল্লিকে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় দিল্লি। এদিকে, ওই ইনিংসে মাত্র ৩৮ রানে ৭ উইকেট নেন জাদেজা। এভাবেই ওই ম্যাচে মোট ১২ টি উইকেট নেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ঝড় তোলেন জাদেজা: রাজকোটের স্পিনের উপযুক্ত পিচে ওপেন বোলিং করতে আসেন এই বাঁহাতি স্পিনার (Ravindra Jadeja)। তিনি আক্রমণে আসতেই দিল্লির ব্যাটারদের ক্রিজে থাকা কঠিন হয়ে পড়ে। দিল্লির ওপেনার সনত সাংওয়ানকে আউট করেন জাদেজা। এরপর জাদেজার শিকার হন অর্পিত রানাও। এর পাশাপাশি তিনি জন্টি সিধু এবং তারপর ঋষভ পন্থকেও আউট করেন। মায়াঙ্ক গুসাইনকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন জাদেজা।
– 5/66 & 38(34) in 1st innings.
– 7/38 in 2nd innings.
– 12 Wickets in the match.What a performance by Ravindra Jadeja for Saurashtra against Delhi in this Ranji Trophy – TAKE A BOW, SIR JADEJA. pic.twitter.com/fqt8cG37TT
— Tanuj Singh (@ImTanujSingh) January 24, 2025
এরপর সুমিত মাথুরও জাড্ডুর শিকার হন। কিছুক্ষণের মধ্যেই, তিনি দিল্লির অধিনায়ক আয়ুশ বাধোনিকে আউট করেন এবং এইভাবেই ৭ টি উইকেট তুলে নেন। আরও একটি চমকপ্রদ তথ্য হল জাদেজা (Ravindra Jadeja) দ্বিতীয় ইনিংসে পঞ্চাশটি ডট বল করেছিলেন এবং দিল্লির ব্যাটারদের শট খেলার জন্য এক ইঞ্চি জায়গাও দেননি।
আরও পড়ুন: রতন টাটার স্বপ্নকে বাস্তবায়িত করলেন নোয়েল! দুর্ধর্ষ নজির গড়ল টাটা গ্রুপ, অবাক গোটা বিশ্ব
রঞ্জি ট্রফিতে জাদেজার দুর্দান্ত রেকর্ড: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) রঞ্জি ট্রফি রেকর্ড অত্যন্ত চমৎকার। এই খেলোয়াড় ১৯ তম বারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন। ষষ্ঠবারের মতো ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। জাদেজা ৪৬ টি রঞ্জি ট্রফি ম্যাচে ২০৮ টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং এভারেজ মাত্র ২১.২৫।
আরও পড়ুন: বিয়ের ২০ বছর পর ভাঙছে ঘর! স্ত্রী আরতির সাথে বিচ্ছেদের পথে শেহবাগ? বাড়ছে জল্পনা
পরাজিত হয়েছে দিল্লি: এই ম্যাচে দিল্লি প্রথম ইনিংসে ১৮৮ রান করেছিল। যার জবাবে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) দল সৌরাষ্ট্র ২৭১ রান করে এবং ৮৩ রানের লিড পায়। এরপর দ্বিতীয় ইনিংসে জাদেজার দুর্ধর্ষ বোলিং দিল্লিকে মাত্র ৯৪ রানে গুটিয়ে দেয়। এইভাবে, মাত্র ১২ রানের টার্গেট পেয়েছিল সৌরাষ্ট্র। যা ৩.১ ওভারে ১০ উইকেট বাকি থাকতে করে ফেলে তারা।