ক্যাচ ফস্কে ক্লাসেনের ওপর মেজাজ হারালেন জাদেজা! CSK-তারকার রাগের ভিডিও ভাইরাল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন কুল, মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের পিচ নিজের চির পরিচিত আচরণ করেছে আজও। প্রথমে ব্যাট করতে নেমেও সানরাইজার্স বড় স্কোর তুলতে ব্যর্থ হয়েছে।

এরই মধ্যে আজ ম্যাচের মাঝে মেজাজ হারাতে দেখা দিয়েছে রবীন্দ্র জাদেজাকে। জাদেজা সাধারণত ঠান্ডা মাথার প্লেয়ার এবং পিচে তিনি হাসিখুশি মেজাজেই থাকেন। কিন্তু আজ তারকা অলরাউন্ডার যেভাবে মেজাজ হারিয়ে ঝগড়ায় জড়িয়ে ছিলেন হায়দরাবাদের প্রোটিয়া তারকা হেনরিক ক্লাসেনের সাথে, তা অনেককেই অবাক করেছে।

আজ ময়ঙ্ক আগারওয়ালের বিরুদ্ধে বোলিং করার সময় একটি কট অ্যান্ড বোল্ডের সুযোগ পেয়েছিলেন জাদেজা। কিন্তু নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়ানো ক্লাসেনের সঙ্গে ধাক্কা লাগার কারণে তিনি কাজটি ধরতে পারেননি। এরপর খুবই অসন্তুষ্ট দেখা যায় ভারতীয় অলরাউন্ডার। ক্লাসেনকে তিনি এমন কিছু বলেন যার জন্য মেজাজ হারিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত কিছু বার্তালাপ হয়।

এরপর অবশ্য ওই উইকেটটি নিয়েছিলেন জাদেজাই। উইকেটটি নেওয়ার পরেও দুজনের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। নন স্ট্রাইকার প্রান্ত থেকে ক্লাসেন ফের তার দিকে এগিয়ে এসেছিলেন। তবে আজ চেন্নাই সুপার কিংসের সেরা বোলার ছিলেন জাদেজাই। নিজের ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন তারকা অলরাউন্ডার।

আজ হায়দরাবাদের দুই ওপেনার হ্যারি ব্রুক (১৮) এবং অভিষেক শর্মা (৩৪) বাদে আর কেউ ১০০-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেননি। ডেথ ওভারে দুরন্ত বোলিং করেছেন মালিঙ্গার মতো বোলিং অ্যাকশন সম্পন্ন তরুণ তারকা মাথিশা পাথরিনা। শেষপর্যন্ত ধোনির নেতৃত্বে এসআরএইচ-কে ১৩৫ রানের টার্গেট দিয়েছে।

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর