নিউজিল্যান্ড না হারলে তখন কী করবেন! সাংবাদিকের প্রশ্নে মোক্ষম জবাব দিলেন জাদেজা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের গ্রুপ স্টেজে শুক্রবার ভারত (India) বিধ্বংসী ব্যাটিং-বোলিং করে স্কটল্যান্ডকে (Scotland) ৮ উইকেটে হারিয়ে দেয়। যদিও, এই বিশাল জয়ের পরেও বিরাট সেনার সেমি ফাইনালে যাওয়ার রাস্তা পরিস্কার হয়নি। ভারতকে এখন সেমি ফাইনালে যেতে হলে নিউজিল্যান্ডের (New Zealand) হারের কামনা করতে হবে। ভারতের সেমিফাইনালে যাওয়া নিয়ে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) করা একটি মন্তব্য সবার মন জয় করে নিচ্ছে।

ভারত আর স্কটল্যান্ডের মধ্যে হওয়া ম্যাচে রবীন্দ্র জাদেজা মারাত্মক বোলিং করে স্কটিশদের নাস্তানাবুদ করে দেন। উনি নিজের ৪ ওভারে ৩ উইকেট নেন। তাঁর ইকোনোমিক রেট ছিল ৩.৭৫। ১২টি ডট বলও করে জাদেজা। এই কারণে জাদেজাকেই স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলায় প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। খেলার পর জাদেজা সাংবাদিকদের মুখোমুখি হন।

এক সাংবাদিক জাদেজাকে প্রশ্ন করে বলেন, নিউজিল্যান্ড দল যদি আফগানিস্তানের সঙ্গে হেরে যায়, তখন ভারত সেমি ফাইনালে জায়গা পাকা করে নিতে পারবে। কিন্তু নিউজিল্যান্ড যদি জিতে যায়, তখন কী করবেন? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে জাদেজা মোক্ষম জবাব দিয়ে বলেন, ‘কী আর করব, ব্যাগ গুছিয়ে বাড়ির দিকে রওনা দেব।” জাদেজার উত্তর শুনে সবাই হাসতে শুরু করে দেন, আর জাদেজাকেও বেশ হাসিখুশি মেজাজেই দেখা যায়।

উল্লেখ্য, স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারত বিধ্বংসী খেলে বড় জয় হাসিল করেছে। তাঁরা ৭ ওভারের মধ্যেই স্কটিশদের দেওয়া লক্ষ্য পূরণ করে ফেলে। ভারতের এই বিধ্বংসী খেলায় গ্রুপ স্টেজে তাঁদের রানরেট বাড়লেও, সেমিতে যাওয়ার রাস্তা এখনও পাকা হয়নি।

X