একাই জেতাবেন বিশ্বকাপ! ভারতীয় দলে ফিরছেন যুবরাজের মতো ঘাতক এই অলরাউন্ডার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) জয়ের জন্য এবার মরিয়া হয়ে আছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। শেষবার ভারতের মাটিতে ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বকাপ আয়োজন হয়েছিল ২০১১ সালে। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে সেই বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। সেই বিশ্বকাপে ভারতের জয়ে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। কিন্তু তারপর থেকে সেরা ফর্মে থাকা যুবরাজের মতো এক তারকার অভাব বাড়ে বাড়ে ভোগ করেছে ভারতীয় দল।

ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে গেলে একজন স্পিনার অলরাউন্ডার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিশ্বকাপে যুবরাজ সিং ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৬২ রান করার পাশাপাশি বল হাতে ১৫ উইকেট তুলেছিলেন। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সেরা পারফর্মার ছিলেন তিনি।

এবার কি ভারতীয় দলে এমন কোনও তারকা আছেন যিনি তার অভাব পূরণ করতে পারবেন। প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় ওপেনার ক্রিস শ্রীকান্ত বিশ্বাস করেন যে এইবারেও যুবরাজ সিংয়ের কীর্তির পুনরাবৃত্তি ঘটানোর মতো একজন অলরাউন্ডার ভারতীয় দলে রয়েছেন। আর তার নাম হলো রবীন্দ্র জাদেজা।

jadeja j

শ্রীকান্ত বলেছেন, “জাদেজার মধ্যে যুবরাজ সিংয়ের মতোই ক্ষমতা রয়েছে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই পারফরম্যান্স করে ম্যাচ জেতানোর। ও এবার ২০১১ বিশ্বকাপে যুবরাজ যা করেছিল সেটাই করে দেখাবে।” শ্রীকান্ত যেটা বলেননি সেটা হলো জাদেজাও সেরা সময়ের যুবরাজ সিংয়ের মতোই এক দুর্দান্ত ফিল্ডার, যার একটি ক্যাচ বা রান আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

জাদেজা ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন অতি সম্প্রতি। এশিয়া কাপে হাঁটুতে চোট পেয়ে তিনি দল থেকে ছিটকে গিয়েছিলেন। তারপর ভারতীয় দলের প্রত্যাবর্তন করে তিনি একটি টেস্ট সিরিজ হয়ে খেলেছেন ঠিকই, কিন্তু ওডিআই ফরম্যাটে এখনো বেশি মাঠে নেওয়া হয়নি তার। বিশ্বকাপের আগে কোনও সিরিজে বিশ্রাম না নিয়ে হয়তো এই ফরমেটের সঙ্গে নিজেকে অভ্যস্ত করে তুলতে চাইবেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর