বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইন্দোরে প্রথম দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। ভারতীয় দলের (Team India) ব্যাটিং আজ শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ায় ভারতকে এই অবস্থায় পড়তে হয়েছে। আজ দলে দুটি পরিবর্তন করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। দল থেকে বাদ পড়েছিলেন লোকেশ রাহুল এবং মহম্মদ শামি। তাদের জায়গায় দলে এসেছিলেন শুভমান গিল এবং উমেশ যাদব। কিন্তু এই পরিবর্তন গুলির পরে দিনের শেষে সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) প্রথমবার ভারতকে শোচনীয় অবস্থায় দেখা গিয়েছে।
দিনের শুরুতে অস্ট্রেলিয়ার হয়ে এই সিরিজের প্রথম টেস্ট খেলতে নামা মিচেল স্টার্ক যথেষ্ট বেকায়দায় ফেলেছিলেন রোহিত শর্মাকে। ভাগ্যের সহায়তায় ভারতীয় অধিনায়ক তার স্পেলটিতে উইকেট হারাননি। কিন্তু অস্ট্রেলিয়া স্পিনারদের আক্রমণে আনতেই খেলা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে যায়। নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা কুহেনেম্যান ভালো খেলতে থাকা শুভ মন এবং রোহিত শর্মাকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন।
এরপর জ্বলে ওঠেন অভিজ্ঞ ন্যাথান লিয়নও। মাঝে বিরাট কোহলি এবং ভরতের মধ্যে একটি পার্টনারশিপ গড়ে তোলার ইচ্ছা দেখা গিয়েছিল যেটি সফল হয়নি। কিছু বড় শট খেলে ভারতীয় দলকে একশোর গণ্ডি পার করিয়ে দেন উমেশ যাদব। ৫ উইকেট নেন কুহেনেম্যান, ৩ উইকেট নেন লিয়ন।
এরপর অস্ট্রেলিয়া রান তাড়া করতে নামলে শুরুতেই ট্র্যাভিস হেডকে ফিরিয়ে অজিদের ধাক্কা দেন জাদেজা। কিন্তু এরপর পরিস্থিতি সামলে নেন অপর ওপেনার ওসমান খাওয়াজা এবং তিন নম্বরে ব্যাট করতে নামা মার্নাস লাবুশানে। তাদের মধ্যে ৯৬ রানের একটি অসাধারণ পার্টনারশিপ হয়। প্রত্যেক ভারতীয় বোলারদের বিরুদ্ধেই স্বচ্ছন্দে রান তুলছিলেন তারা।
এরপর ভারতকে কিছুটা ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন জাদেজা। লাবুশানেকে বোল্ড করে দ্বিতীয় উইকেটে অজিদের ৯৬ রানের পার্টনারশিপ ভাঙেন তারকা অলরাউন্ডার। এরপর এই ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে অর্ধশতরান করা উসমান খাওয়াজা বড় শট খেলতে গিয়ে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে জাদেজার শিকার হয়ে ফেরেন। এরপর ২৬ রান করে উইকেটের পেছনে খোঁচা দিয়ে তার শিকার হয়েই ফেরেন স্টিভ স্মিথ। প্রথম দিনের শেষে ৪ উইকেট খুঁইয়ে ৪৭ রানের লিড পেয়েছে অজিরা।