পাকিস্তান কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি করলে, তাঁদের সেই ভাষাতেই বুঝিয়ে দেওয়া হবেঃ রবিশঙ্কর প্রসাদ

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার মোদী সরকারের সিদ্ধান্ত নিয়ে ভারতের বিরুদ্ধে নালিশ জানাতে রাষ্ট্রসংঘে যায় পাকিস্তান। ভারতের অভ্যন্তরীণ মামলায় পাকিস্তানের নাক গলানো নিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। শনিবার উনি বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার জন্য পাকিস্তান বেশি বাড়াবাড়ি করলে, তাঁদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে।  শনিবার বিচারপতি পরিষদের জন্য নাগপুরে যান কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সেখানে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সুরক্ষা সম্পূর্ণ সজাগ আছে। ভারতের বিরুদ্ধে যদি কোন জঙ্গি কার্যকলাপ ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে তাঁদের কড়া হাতে দমন করা হবে, আর তদের যোগ্য জবাব দেওয়া হবে। চীন দ্বারা জম্মু কাশ্মীরের বিষয়ে নাক গলানোর জন্য বিদেশ মন্ত্রালয় উচিত জবাব দেবে বলে জানান তিনি।

Untitled 1 13

কাশ্মীর ইস্যু নিয়ে আরও একবার চীন আর পাকিস্তান নিজেদের মুখ কালো করল। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাগলের মতো একের পর এক দেশের সাথে যোগাযোগ স্থাপন করে সমর্থন হাসিল করার চেষ্টা করছে। কিন্তু কোন দেশই পাকিস্তানের পক্ষে দাঁড়াচ্ছে না। আর সেই ক্রমেই গতকাল শুক্রবার চীন পাকিস্তানের পক্ষ নিয়ে সংযুক্ত রাষ্ট্রে কাশ্মীর নিয়ে একটি বৈঠক ডাকে। কিন্তু সেখানে শুধু পাকিস্তানই না, চীন ও নিজের মুখ কালো করে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে চীন ছাড়া আর কোন দেশ দাঁড়ায়নি। রাশিয়া নিজেদের বন্ধুত্বের পরিচয় দিয়ে আবারও ভারতের পাশে দাঁড়ায়।

আরেকদিকে আমেরিকাও পাকিস্তানকে বড়সড় ঝটকা দেয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংযুক্ত রাষ্ট্রের বৈঠকের আগে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন। ওনার আসল উদ্দেশ্য ছিল ট্রাম্পের থেকে সমর্থন হাসিল করা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উলটে কথা শুনিয়ে দেন। সুত্র অনুযায়ী, উনি পাকিস্তানকে এই মামলা আন্তর্জাতিক মঞ্চে না তুলে, নিজেদের মধ্যে মিটিয়ে নিতে বলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর