ভারতের সঙ্গ দিল আমেরিকা সহ আরও ৪ প্রভাবশালী দেশ, চীন ছেড়ে ভারতে এল অ্যাপেলের আটটি ফ্যাক্টরি

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) চীনের (China) মধ্যেকার বাড়তে থাকা উত্তেজনার মধ্যে লাগাতার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে চীন সরকার। প্রথমে করোনা ভাইরাস, তারউপর লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে সীমা বিবাদ, সবকিছু মিলিয়ে গোটা বিশ্ব এখন ড্রাগনের সঙ্গে সম্পর্ক রাখতে নারাজ। তাই বিভিন্ন বড় বড় দেশ তাঁদের প্রভাবশালী কোম্পানিদের চীন থেকে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে।

ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের শক্তিশালী দেশ
এই সংকটের দিনেও চীনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, জাপান, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মত বড় বড় দেশগুলো। কারণ বর্তমান দিনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত উৎপাদন ক্ষমতার শীর্ষে রয়েছে। বৈশ্বিক নির্মাতা হিসাবে ভারত দিনকে দিন নিজেদের যোগ্য করে তুলছে।

36838 68865 50086957058 72d1d323a8 k1

ভারতের এসেছে অ্যাপেল ফ্যাক্টরি
বর্তমান দিনে চীনের সঙ্গে সকল ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে এবার ভারতের দিকে ঝুঁকছে প্রভাবশালী বৃহৎ দেশগুলো। সূত্র মারফত খবর পাওয়া গেছে, ইতিমধ্যেই ৮ টি অ্যাপেল আইফোন প্রস্তুতকারী ফ্যাক্টরি চীন ছেড়ে ভারতে চলে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ গত বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সির-এর মাধ্যমেই এই বিষয়ে জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, আমেরিকা, জাপান, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া ভারতের প্রতি পূর্ণ সমর্থন রেখেছে। ভারত ধীরে ধীরে বৈশ্বিক নির্মাতা হিসাবে নিজেদের প্রমাণ করতে সক্ষম হচ্ছে। বহির্বিশ্বে ভারতের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। ইতিমধ্যেই ৮ টি অ্যাপেল আইফোন প্রস্তুতকারী ফ্যাক্টরি চীন ছেড়ে ভারতে নিজেদের পসার জমানোর লক্ষ্যে এগোচ্ছে।

193831 evm ravi

কোনকিছুর সঙ্গেই আপোষ করবে না ভারত
সেইসঙ্গে তিনি আরও জানান, লাদাখে যে কোন প্রকার উত্তেজনার পরিবেশ সৃষ্টি হোক না কেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনই তাঁর দৃঢ়তা হারান না। তিনি সর্বদাই একথা বলেছেন, যে ভারত যে কোন পরিস্থিতিতেই নিজেদের সার্বভৌমত্বের সাথে আপস করবে না। ভারতের এই সাহসী পদক্ষেপের পাশে বিশ্বের অন্যন্য শক্তিধর দেশগুলোও আছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর