দিল্লীর বিস্ফোরণের জন্য কংগ্রেস ও AAP দায়ী: প্ৰাক্তন RAW কর্মকর্তা

শুক্রবার দিন দিল্লীতে ইজরায়েল দূতাবাসের নিকট যে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে RAW এর প্রাক্তন কর্মকর্তা এন কে সুদ বড়ো মন্তব্য করেছেন। দিল্লিতে হওয়া বিস্ফোরণ এর জন্য RAW এর এই প্রাক্তন কর্মকর্তা বিরোধী দলের নেতাদের দায়ী করেছেন। উনি বলেছেন, ধামাকা ছোটো হোক বা বড়ো, বিস্ফোরণ তো হয়েছে। দিল্লীতে যে সকল ঘতনা ঘটছে তা রাজনৈতিক হতেও পারে। এটাতে আন্তরিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্রও চলছে বলে অভিযোগ করেন তিনি। প্রদর্শনগুলির জন্য ভারতকে সফট টার্গেট করা হয়েছে।

সুদ বলেন, সমস্তকিছুর জন্য কংগ্রেস, আম আদমি পার্টি দায়ী। এই ধরনের বিস্ফোরণ ভারতের ছবি খারাপ করার জন্য। ভারতের জিডিপি দ্রুতগতিতে বৃদ্ধি পাছে। আন্তর্জাতিক মহলে ভারতের দাপট বৃদ্ধি পেয়েছে। এটাকে নষ্ট করার জন্য কিছু রাজনৈতিক ণেটা ঊঠে পড়ে লেগেছে।

উনি আরও বলেন,  পরিবেশ খারাপ করার পুরো দায়ভার নেতাদের। দিল্লী পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি কৃষক আন্দোলন ও প্রজাতন্ত্র দিবসের জন্য ছিল। সেই সুযোগ নিয়ে এই বিস্ফোরণ করা হয়েছে তথা ভারতকে সফট টার্গেট করা হয়েছে। দিল্লিতে যেভাবে পরিস্থিতি খারাপ করা হচ্ছে তাতে সম্ভবত এটার রাজনৈতিক কাণেকশেণ রয়েছে।

শুক্রুবার সন্ধেয় দিল্লীতে ইজরায়েল দূতাবাসের কাছে যে ঘটনা ঘটেছে তা এখন আন্তর্জাতিক মহলে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইজরায়েল ঘটনাটিকে আতঙ্কবাদী হামলা বলে ব্যাখ্যা করেছে। অন্যদিকে ভারত জানিয়েছেন যে দোষীদের ছাড়া হবে না। বিস্ফোরণের পর মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ বেশকিছু রাজ্যে সুরক্ষা ব্যাবস্থা কড়া করে দেওয়া হয়েছে।

বিস্ফোরনের পর পুলিশের স্পেশাল টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে যে বিস্ফোরণ ফুটপাতে হয়েছে। বিস্ফোরণ বিকেল ৫ টে ৫ মিনিটে হয়েছে। এতে ৪-৫ টি গাড়ির কাঁচ ভেঙেছে। বিস্ফোরণের কারন খোঁজার জন্য তদন্ত শুরু হয়েছে।

ঘটনা প্রসঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনিয়াহু ভারতের উপর ভরসা দেখিয়েছেন। উনি বলেছেন যে ভারতের উপর পূর্ন বিস্বাস আছে। ভারত ইজরায়েলের লোকজন এবং ইহুদিদের সুরক্ষা প্রদান করবে এ নিয়ে ইজরায়েল সরকার সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বেঞ্জামিন নেতিনিয়াহু।

সম্পর্কিত খবর