বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়েছে মোটে কয়েক মাস। প্রথমে অনেকে নাক সিঁটকোলেও এই কয়েক মাসে দর্শকদের মন বদলে দিয়েছে এই সিরিয়াল। জি বাংলার বাঘা বাঘা মেগাকে হারিয়ে নতুন ধারাবাহিকটি উঠে এসেছে তালিকার শীর্ষে। কথা হচ্ছে ‘পরিণীতা’ (Parineeta) নিয়ে। রায়ান পারুলের টক মিষ্টি গল্পে বুঁদ হয়ে রয়েছেন দর্শকরা।
পারুল রায়ানের গল্প জমিয়ে দিয়েছে পরিণীতা (Parineeta)
শুরুর আগে অবশ্য এই মেগা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। কিন্তু সময় গড়াতেই সব ধন্দই উধাও হয়ে গিয়েছে। রায়ান আর পারুলের গল্প খুব কম সময়েই দর্শক টেনেছে। বিগত দু সপ্তাহ ধরে বাংলা সেরার তকমা দখল করে রয়েছে পরিণীতা (Parineeta)। আর পাঁচটা মেগার থেকে বেশ অন্য রকম এই সিরিয়ালের গল্প। আর সেটাই এর ইউএসপি।
অনস্ক্রিনে বিবাদ চলছে দুজনের: এখানে প্রথম থেকেই নায়ক নায়িকাকে দেখানো হচ্ছে আদায়-কাঁচকলায়। প্রেমের ‘প’-ও দেখা যায়নি এখনো। বরং চরম শত্রুর মতো সারাক্ষণ ঝগড়া করতেই ব্যস্ত দুজনের। ‘জন্তু’ আর ‘তিরপিন্ডে’র এই খিটিমিটি অবশ্য বেশ পছন্দ করছেন দর্শকরা। অনস্ক্রিনে তো সর্বক্ষণ লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে রয়েছে পারুল রায়ান (Parineeta)। কিন্তু বাস্তবে দুজনের মধ্যে সম্পর্ক কেমন?
আরো পড়ুন : ক্ষমতায় ফিরেই শুরু অ্যাকশন! ট্রাম্পের একটি সিদ্ধান্তেই হাহাকার বিশ্বজুড়ে
বাস্তবে কেমন সম্পর্ক দুজনের: সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রিয়াজ লস্করের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, শুটের ফাঁকে মজার খেলায় মেতেছে পরিণীতা (Parineeta) টিম। কে কাকে আগে থাপ্পড় মারতে পারবে তা নিয়ে খেলা চলছে রায়ান আর রাকার মধ্যে। এদিকে পাশেই বসেছিল পারুল আর কাকিমা।
আরো পড়ুন : মুখ থুবড়ে পড়ল জি বাংলা, নায়িকা থেকে খলনায়িকা সর্বত্র বাজিমাত করল জলসার সিরিয়াল!
খেলার মাঝে কাকিমার সঙ্গে কথা বলার ভান করেই ঠাস করে পারুলের গালে একটা চড় কষিয়ে দেয় রায়ান। ব্যস, তারপরেই রায়ানের পেছনে ছোটে পারুল। দুজনের এই অফস্ক্রিন খুনসুটি দারুণ উপভোগ করেছেন নেটিজেনরা। এর আগেও এক সাক্ষাৎকারে পারুল ওরফে ঈশানী জানিয়েছিলেন, তাঁকে পর্দায় যেমন দেখা যায় বাস্তবে তিনি উলটো, খুব শান্তশিষ্ট। তবে উদয় বাস্তবেও রায়ানের মতোই দুষ্টুমি করে বেড়ান।