বাংলাহান্ট ডেস্ক : গত কয়েকবছরে নোট বন্দির সাক্ষী থেকেছে আপামর ভারতবাসী। ২০১৬ সালের ৮ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন। তারপর বাজারে আরবিআই ইস্যু করে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। যদিও ২০২৩ সালের ১৯ মে RBI ২০০০ টাকার নোট প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করে।
নোট নিয়ে আপডেট দিল RBI
বর্তমানে ভারতের বাজারে সবথেকে বেশি মূল্যের প্রচলিত নোট হল ৫০০ টাকার নোট। তবে এই আবহেই একটি নতুন খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমাজ মাধ্যমে অনেকেই দাবি করেছেন যে RBI (Reserve Bank of India) ভারতের বাজারে আনতে চলেছে নতুন ৫০০০ টাকার সবুজ নোট। এই খবর ভাইরাল হওয়ার পর থেকেই রয়েছে ট্রেন্ডে।
এই ব্যাপারে RBI অবশ্য নিজেদের স্পষ্ট মতামত প্রদান করেছে ইতিমধ্যে। ভারতের বাজারে অতীতেও প্রচলিত ছিল উচ্চমূল্যের নোট। ১৯৪৭ সালে দেশ স্বাধীনের পর ভারতের বাজারে ৫ হাজার ও ১০ হাজার টাকার নোট প্রচলিত ছিল। পরবর্তীকালে ১৯৭৮ সালে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন সরকার ১০০০, ৫০০০ এবং ১০০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।
আরোও পড়ুন : হাতে ৬ মাস সময়! নবান্ন বৈঠকে ক্ষুব্ধ মমতা, এবার কড়া ডেডলাইন মুখ্যমন্ত্রীর
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ৫০০০ হাজার টাকার নতুন নোট (Note) বাজারে আসছে বলে একটি খবর ভাইরাল হয়। অনেকে দাবি করেন যে RBI নতুন ৫০০০ হাজার টাকার সবুজ নোট প্রচলন করতে চলেছে। তবে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই খবর সম্পূর্ণ ভুয়ো। শীর্ষ ব্যাংক জানিয়েছে, নতুন ৫০০০ টাকার নোটের ব্যাপারে কোনো আপডেট নেই। বাজারে এই ধরনের কোনো নতুন নোট নিয়ে আসার কথা ভাবছে না RBI।
বর্তমানে ভারতের বাজারে সর্বোচ্চ ৫০০ টাকা মূল্যের নোট প্রচলিত রয়েছে। এছাড়াও বাজারে রয়েছে ২০০, ১০০, ৫০, ২০ এবং ১০ টাকার নোট। বাজারে যদি নতুন নোট প্রচলিত করার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তার ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক বা অর্থ মন্ত্রক। সেইরকম কোনো ঘোষণা করা হয়নি রিজার্ভ ব্যাঙ্ক বা অর্থ মন্ত্রকের তরফে। তাই রিজার্ভ ব্যাংক পরামর্শ দিয়েছে এই ধরনের গুজব থেকে সর্বদা সাবধান থাকতে।